ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মেয়াদ শেষ হওয়ার প্রায় ৩৩ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেল ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। গত শনিবার ২৯৫ সদস্যের পূর্ণাঙ্গ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে গত রোববার রাতে কমিটি অনুমোদনের বিষয়টি জানাজানি হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত কমিটিতে তারিখ হিসেবে ৩০ অক্টোবর উল্লেখ করা আছে। তবে পরদিন রোববার সেটি প্রকাশ পায়। কমিটি যখন প্রকাশিত হলো, তখন ছাত্রলীগের কেন্দ্রীয় এ দুই নেতাই দেশের বাইরে অবস্থান করছেন।
২০১৮ সালের ২ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। পরে ওই বছরের ১১ ফেব্রুয়ারি রবিউল হোসেন রুবেলকে সভাপতি ও শাহাদাৎ হোসেন শোভনকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। এ কমিটিতে সুজন দত্ত সিনিয়র সহসভাপতি ও শামীম হোসেনকে সহসভাপতি, মো. মোমিন মিয়া ও নাঈম বিল্লাহকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং শহিদুল ইসলাম রুবেলকে প্রচার সম্পাদক করা হয়।
মোট ১৩ পৃষ্ঠায় কমিটির সদস্যদের নাম উল্লেখ রয়েছে। এর মধ্যে সভাপতি ও সম্পাদক বাদে সহসভাপতি পদে ৯০ জন, যুগ্ম সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন, অন্যান্য সম্পাদক পদে ৩১ জন, বিভিন্ন উপসম্পাদক পদে ১০৫ জন, সহসম্পাদক পদে ২৭ জন, সদস্য রয়েছেন ১৮ জন। কমিটিতে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার বেশ কয়েকজন নেতার নামও রয়েছে।
ঘোষিত ওই ‘ঢাউস’ কমিটিতে বিবাহিত, অছাত্র, মাদকসেবী, নিষ্ক্রিয়রাও রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ‘আমরা অনেক আগেই কমিটি জমা দিয়েছিলাম। কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটির পালাবাদল, করোনাভাইরাস ও হেফাজত ইসলামের তাণ্ডবসহ বিভিন্ন কারণে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনে দেরি হয়েছে। তবে এবারের কমিটিতে নিয়মিত ছাত্রদের রাখা হয়েছে।’
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন এ প্রতিবেদককে বলেন, কেন্দ্রীয়ভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে থাকা কারও বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।
মেয়াদ শেষ হওয়ার প্রায় ৩৩ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেল ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। গত শনিবার ২৯৫ সদস্যের পূর্ণাঙ্গ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে গত রোববার রাতে কমিটি অনুমোদনের বিষয়টি জানাজানি হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত কমিটিতে তারিখ হিসেবে ৩০ অক্টোবর উল্লেখ করা আছে। তবে পরদিন রোববার সেটি প্রকাশ পায়। কমিটি যখন প্রকাশিত হলো, তখন ছাত্রলীগের কেন্দ্রীয় এ দুই নেতাই দেশের বাইরে অবস্থান করছেন।
২০১৮ সালের ২ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। পরে ওই বছরের ১১ ফেব্রুয়ারি রবিউল হোসেন রুবেলকে সভাপতি ও শাহাদাৎ হোসেন শোভনকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। এ কমিটিতে সুজন দত্ত সিনিয়র সহসভাপতি ও শামীম হোসেনকে সহসভাপতি, মো. মোমিন মিয়া ও নাঈম বিল্লাহকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং শহিদুল ইসলাম রুবেলকে প্রচার সম্পাদক করা হয়।
মোট ১৩ পৃষ্ঠায় কমিটির সদস্যদের নাম উল্লেখ রয়েছে। এর মধ্যে সভাপতি ও সম্পাদক বাদে সহসভাপতি পদে ৯০ জন, যুগ্ম সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন, অন্যান্য সম্পাদক পদে ৩১ জন, বিভিন্ন উপসম্পাদক পদে ১০৫ জন, সহসম্পাদক পদে ২৭ জন, সদস্য রয়েছেন ১৮ জন। কমিটিতে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার বেশ কয়েকজন নেতার নামও রয়েছে।
ঘোষিত ওই ‘ঢাউস’ কমিটিতে বিবাহিত, অছাত্র, মাদকসেবী, নিষ্ক্রিয়রাও রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ‘আমরা অনেক আগেই কমিটি জমা দিয়েছিলাম। কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটির পালাবাদল, করোনাভাইরাস ও হেফাজত ইসলামের তাণ্ডবসহ বিভিন্ন কারণে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনে দেরি হয়েছে। তবে এবারের কমিটিতে নিয়মিত ছাত্রদের রাখা হয়েছে।’
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন এ প্রতিবেদককে বলেন, কেন্দ্রীয়ভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে থাকা কারও বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪