Ajker Patrika

দেবহাটায় পরাজিত প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৪: ২২
দেবহাটায় পরাজিত প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সাতক্ষীরার দেবহাটায় গত রোববার ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণার রাতে পরাজিত প্রার্থীর পরিবারে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দেবহাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে।

এতে পরাজিত মেম্বার আরমান হোসেন ও তাঁর ভাই মজিবর রহমান মজুর বসতবাড়ি ভাঙচুর এবং পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অপরদিকে নির্বাচিত প্রার্থীর বেশ কয়েকজন আহত হওয়ার কথা জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য আহত মজিবর রহমান (৫৫) জানান, নির্বাচিত ইউপি সদস্য আব্দুল হাইয়ের কর্মী সমর্থকেরা আনন্দ মিছিল করতে করতে যাচ্ছিল। সে সময় স্থানীয় আব্দুল হাবিব মন্টুর নেতৃত্বে নির্বাচিত প্রার্থীর কর্মী নবাব আলী, শহিদুল ইসলাম, জাকির হোসেন, আলাউদ্দীন, আনারুল, নুরুজ্জামান, মোহাম্মাদ আলীসহ কয়েকজন পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে আমাদের জখম করে। একই সঙ্গে আমাদের বসতবাড়ি ভাঙচুর করে। এতে আমিসহ আমার পরিবারের সদস্য শাওন হোসেনকে (১৬) মারাত্মক জখম করে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে পরিবারের বাকি সদস্যদের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আমরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। এ ছাড়া শাওন হোসেনের অবস্থার অবনতি হওয়ায় রাতেই খুলনা আড়াইশো বেড হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, নির্বাচিত ইউপি সদস্য ডা. আব্দুল হাই জানান, আমি নির্বাচনে জয়ী হওয়ার পর আমার কর্মীরা আনন্দ মিছিল করছিল। এ সময় সাবেক মেম্বরের কয়েকজন কর্মী আমাদের মিছিলের ভেতরে ঢুকে ইট, পাটকেল ছুড়তে থাকে। পরে তাদের ধাওয়া করলে সাবেক মেম্বরের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় আমার সমার্থক রমজান আলী (৪৫), সুমন দাস (১১), রিয়াদ হোসেনসহ (১০) বেশ কয়েক জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে বর্তমান ৩ জন ভর্তি রয়েছেন। বিষয়টি থানা-পুলিশকে জানানো হলে উভয় পক্ষকে নিয়ে বসার কথা জানিয়েছেন তাঁরা।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে দেবহাটায় নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে ভোটের দিন রাতে ফলাফল ঘোষণার পর সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে একটি বিশৃঙ্খলার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার অভিযোগ জানিয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। সঠিক ঘটনা উদ্‌ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত