Ajker Patrika

ছয় ইউপিতে ৩৫৮ জন প্রার্থী

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৪: ১৯
ছয় ইউপিতে ৩৫৮ জন প্রার্থী

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গাইবান্ধার ফুলছড়ি ৬ ইউনিয়নে চেয়ারম্যানসহ সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৬, জাতীয় পার্টির একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন ও স্বতন্ত্র ২৬ জনসহ মোট ৩৬ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৭ এবং সাধারণ সদস্য পদে ২২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সোহেল রানা শালু, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল মান্নান। স্বতন্ত্র প্রার্থীরা হলেন, রাজিব রায়হান, রেজাউল করিম, রেদওয়ান আশরাফ হোসেন, মেহেদী হাসান, আমিরুল ইসলাম, লিটন মিয়া, রফিকুল ইসলাম, সাবিনা ইয়াসমিন শম্পা ও গোলাম কিবরিয়া সবুজ। সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৫ জন এবং সাধারণ সদস্য পদে ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের গোলাম মোস্তফা কামাল পাশা, ইসলামী আন্দোলন বাংলাদেশের দেলোয়ার হোসেন। স্বতন্ত্র প্রার্থীরা হলেন, মোজাম্মেল হক, আব্দুল হামিদ সরকার, আহসান হাবীব ও মোসলেম উদ্দিন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

উদাখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আসাদুজ্জামান বাদশা, জাতীয় পার্টির আল আমিন আহমেদ। স্বতন্ত্র প্রার্থীরা হলেন, শহিদুল ইসলাম, টিটু মিয়া ও শাহিন মিয়া। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

গজারিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের ইউনুস আলী। স্বতন্ত্র প্রার্থীরা হলেন, খোরশেদ আলী খান, মনিরুল ইসলাম টিপু, শামছুল আলম ও হাবিবুর রহমান হবি। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

ফুলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আজহারুল হান্নান। স্বতন্ত্ররা হলেন, আব্দুল গফুর মণ্ডল, এম এ সবুর সরকার ও ইসমাঈল হোসেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ এবং সাধারণ সদস্য পদে ৪০ জন মনোনয়নপত্র জমা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত