বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের ঢল নেমেছে। গতকাল শুক্রবার সকাল থেকে সাজেকের প্রবেশ পথে পর্যটকবাহী শত শত গাড়ি, মোটরসাইকেলের ভিড়ে সামলাতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী।
সমুদ্র পৃষ্ঠ থেকে ১ হাজার ৮০০ ফুট উচ্চতায় সাজেকের রইলুই ও কংলাক পাহাড়ে দাঁড়িয়ে সূর্যোদয়-সূর্যাস্ত দেখার জন্য এই ভিড় করেন পর্যটকেরা। পাহাড়ের খাঁজে সাদা মেঘের মিতালির মন মাতানো সৌন্দর্য সাজেকেই চোখে পরে। এই সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী হাজারো পর্যটক ভিড় করছেন।
পর্যটকেরা বলছেন, সাজেকের সৌন্দর্য দেশের আর কোথাও দেখা যায় না। তাই যত কষ্টই হোক একটু সুযোগ হলে তারা সাজেকে ছুটে আসেন।
সাজেকের কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জুম ঘর কটেজের মালিক জেরী লুসাই বলেন, ‘সাজেকে শুক্র-শনিবার পর্যটকদের খুব চাপ সামলাতে হয়। এই দুই দিন যে পরিমাণ যানবাহন সাজেকে আসে, তা এখানে ধারণ ক্ষমতার ৪ গুন।’
ঢাকার সাভার থেকে আসা পর্যটক তানভীর আলম বলেন, ‘সাজেকের সবকিছু ভালো, তবে হোটেল ও রিসোর্টের ভাড়াটা একটু বেশি। কর্তৃপক্ষের এ দিকটা নজর দেওয়া প্রয়োজন।’
সাজেকের জনপ্রিয় রেস্টুরেন্ট মনটানার মালিক মো. জহিরুল ইসলাম বলেন, সাপ্তাহিক ছুটির কারণে হাজারো পর্যটক আসেন সাজেকে। তারা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেন পর্যটকদের মনজয় করতে, যেন পর্যটকেরা বারবার ছুটে আসেন।
ঢাকার সাভার থেকে আসা পর্যটক তানভীর আলম বলেন, ‘সাজেকের সবকিছু ভালো, তবে হোটেল ও রিসোর্টের ভাড়াটা একটু বেশি। কর্তৃপক্ষের এ দিকটা নজর দেওয়া প্রয়োজন।’
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, সাজেকে আসা পর্যটকদের নিরাপত্তায় পুলিশ, সেনাবাহিনী সব সময় তৎপর। পর্যটকবাহী যানবাহনের বাড়তি চাপের কারণে ইদানীং ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। আর যাতে না ঘটে তার জন্য চালকদের সচেতন ও সতর্ক করা হয়েছে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের ঢল নেমেছে। গতকাল শুক্রবার সকাল থেকে সাজেকের প্রবেশ পথে পর্যটকবাহী শত শত গাড়ি, মোটরসাইকেলের ভিড়ে সামলাতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী।
সমুদ্র পৃষ্ঠ থেকে ১ হাজার ৮০০ ফুট উচ্চতায় সাজেকের রইলুই ও কংলাক পাহাড়ে দাঁড়িয়ে সূর্যোদয়-সূর্যাস্ত দেখার জন্য এই ভিড় করেন পর্যটকেরা। পাহাড়ের খাঁজে সাদা মেঘের মিতালির মন মাতানো সৌন্দর্য সাজেকেই চোখে পরে। এই সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী হাজারো পর্যটক ভিড় করছেন।
পর্যটকেরা বলছেন, সাজেকের সৌন্দর্য দেশের আর কোথাও দেখা যায় না। তাই যত কষ্টই হোক একটু সুযোগ হলে তারা সাজেকে ছুটে আসেন।
সাজেকের কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জুম ঘর কটেজের মালিক জেরী লুসাই বলেন, ‘সাজেকে শুক্র-শনিবার পর্যটকদের খুব চাপ সামলাতে হয়। এই দুই দিন যে পরিমাণ যানবাহন সাজেকে আসে, তা এখানে ধারণ ক্ষমতার ৪ গুন।’
ঢাকার সাভার থেকে আসা পর্যটক তানভীর আলম বলেন, ‘সাজেকের সবকিছু ভালো, তবে হোটেল ও রিসোর্টের ভাড়াটা একটু বেশি। কর্তৃপক্ষের এ দিকটা নজর দেওয়া প্রয়োজন।’
সাজেকের জনপ্রিয় রেস্টুরেন্ট মনটানার মালিক মো. জহিরুল ইসলাম বলেন, সাপ্তাহিক ছুটির কারণে হাজারো পর্যটক আসেন সাজেকে। তারা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেন পর্যটকদের মনজয় করতে, যেন পর্যটকেরা বারবার ছুটে আসেন।
ঢাকার সাভার থেকে আসা পর্যটক তানভীর আলম বলেন, ‘সাজেকের সবকিছু ভালো, তবে হোটেল ও রিসোর্টের ভাড়াটা একটু বেশি। কর্তৃপক্ষের এ দিকটা নজর দেওয়া প্রয়োজন।’
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, সাজেকে আসা পর্যটকদের নিরাপত্তায় পুলিশ, সেনাবাহিনী সব সময় তৎপর। পর্যটকবাহী যানবাহনের বাড়তি চাপের কারণে ইদানীং ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। আর যাতে না ঘটে তার জন্য চালকদের সচেতন ও সতর্ক করা হয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫