Ajker Patrika

জ্বালানি তেলের দাম ৮৫ ডলার ছুঁই ছুঁই

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১০: ০১
জ্বালানি তেলের দাম ৮৫ ডলার ছুঁই ছুঁই

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। প্রতি ব্যারেল ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৮৫ ডলারে পৌঁছে গেছে। গতকাল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৮২ ডলার ৬৭ সেন্টে বিক্রি হয়েছে। আর ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম উঠেছে ৮৪ ডলার ৮২ সেন্টে। এই দাম গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। বিশ্বব্যাপী অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা অব্যাহত থাকায় জ্বালানি তেলের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দাম বাড়ছে বলে অনুমান করছেন বিশ্লেষকেরা।

রয়টার্স লিখেছে, গত বছরের শেষ দিকে ওমিক্রনের দাপটে কোভিড শনাক্তে উল্লম্ফন ঘটেছে। এরপরও তেলের দাম ৫০ শতাংশ বেড়েছে। তবে রেকর্ড গড়ে নতুন সংক্রমণের মধ্যে এখন পর্যন্ত অধিকাংশ দেশ কঠোর বিধিনিষেধে যেতে অনাগ্রহী হওয়ায় তেলের চাহিদা কমার সম্ভাবনা নেই। বিশ্লেষকেরা বলছেন, চাহিদা অনুযায়ী তেল সরবরাহের সক্ষমতা না থাকায় এ বছর দাম বেড়ে যেতে পারে।

ফরেক্স কোম্পানি ওয়ান্ডারের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক জেফ্রি হ্যালিক বলেন, ‘মনে হচ্ছে চীন অর্থনৈতিক কার্যক্রমের গতি সেভাবে কমাবে না, আসলে ওমিক্রনের দাপট কমে যাচ্ছে। আর ওপেক প্লাসের উৎপাদন বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। আমি তো প্রথম প্রান্তিকের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলার না ছাড়ানোর কোনো কারণ দেখছি না।’

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের বিষয়ে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান মরগান স্ট্যানলি পূর্বাভাস দিয়েছে, এ বছরের তৃতীয় প্রান্তিক নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ৯০ ডলার ছাড়িয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত