Ajker Patrika

বিদেশে উচ্চশিক্ষা: কীভাবে অধ্যাপক খুঁজে পেতে পারেন?

জুবায়ের আহম্মেদ
বিদেশে উচ্চশিক্ষা: কীভাবে অধ্যাপক খুঁজে পেতে পারেন?

বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে অধ্যাপক খুঁজে বের করা একটি গুরুত্বপূর্ণ কাজ। অধ্যাপক খুঁজে পাওয়া এবং তাঁদের রাজি করানোর বিষয়টা বেশ কঠিন। এ জন্য আপনাকে আরও অনেক আগে থেকেই আপনি যে কাজে গবেষণা করতে ইচ্ছুক, সে বিষয় নিয়ে কাজ করছেন—এমন কয়েকজন অধ্যাপককে পছন্দ করতে হবে।

প্রত্যেকের কাছে নিজের নাম-পরিচয়, জীবনবৃত্তান্ত, শিক্ষাজীবনে আপনার যা অর্জন, সেসবের বর্ণনা আর তাঁর সঙ্গে কাজ করতে আপনার কত আগ্রহ, সেসব বুঝিয়ে দিয়ে সুন্দর করে ই-মেইল লিখুন। হয়তো সবাই সাড়া দেবেন না। কারও প্রথম ই-মেইল রিপ্লাই আসে, কারও আবার শত শত ই-মেইলের পর। কিন্তু উত্তর না পাওয়া পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আপনার পছন্দের ল্যাবের অধ্যাপকদের ই-মেইল পাঠাতেই থাকুন। অধ্যাপকদের নিজস্ব ল্যাব বা প্রোফাইল থাকে। সেখানে আপনি তাঁদের কাজগুলো দেখতে পারবেন এবং তাঁদের সঙ্গে যোগাযোগের ই-মেইল আইডি পেয়ে যাবেন। এ ছাড়া কিছু ওয়েবসাইট আছে, যেমন: Researchmap, Researchgate, google scholar, ORCID যেখান থেকে সহজে আপনাদের পছন্দের গবেষণার কাজ ও অধ্যাপকদের পেয়ে যাবেন। এর জন্য আপনাদের একটু সময় দিতে হবে। অধ্যাপকদের ই-মেইলের সময় তাঁদের কিছু বিষয় অবশ্যই

আপনি যে কাজে গবেষণা করতে ইচ্ছুক, সে বিষয় নিয়ে কাজ করছেন—এমন কয়েকজন অধ্যাপক পছন্দ করতে হবে।

অনুসরণ করবেন:
প্রথমে একটি সংক্ষিপ্ত ই-মেইল বডি লিখবেন, যেটি প্রফেসর প্রথমে দেখবে। মনে রাখবেন, ‘First impression is the best impression’. এরপর ওই ই-মেইলের সঙ্গে একটি এক পেজের কভার লেটার, আপনার দুই পেজের একটি একাডেমিক CV যুক্ত করে প্রফেসরদের কাছে পাঠাবেন। 

  • ই-মেইলটি চেষ্টা করবেন খুব ছোট করে লেখার (৫-৭ লাইনের ভেতর)।
  • প্রথমেই নিজের পরিচয়, জীবনবৃত্তান্ত, শিক্ষাজীবনের বিশেষ অর্জনগুলো তুলে ধরুন।
  • আপনি তাঁকে কীভাবে খুঁজে পেয়েছেন এবং কেন তাঁর ল্যাবে কাজ করতে চান, তা উল্লেখ করুন।
  • তাঁর কোন গবেষণার কাজটি আপনার ভালো লেগেছে, সেটি উল্লেখ করুন। 
  • খুব সংক্ষেপে সেই কাজের সঙ্গে আপনার অভিজ্ঞতা বা আগ্রহের দিকটি তুলে ধরুন।
  • আপনি কোন প্রোগ্রামে মনবুশো বা মেক্সট স্কলারশিপ প্রত্যাশিত, সেটি উল্লেখ করুন।

অনুলিখন: জুবায়ের আহম্মেদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত