Ajker Patrika

ধর্ষণের কথা লুকাতে খুন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১১: ৪৮
ধর্ষণের কথা লুকাতে খুন

গাজীপুরের শ্রীপুরে গত সোমবার গজারি বন থেকে রাশিদা বেগম (৪৫) নামের এক নারী মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা করার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, লাকড়ি কুড়াতে গেলে ওই নারীকে ধর্ষণ করেন তাঁরা। পরে ঘটনা জানাজানি হওয়ার ভয়ে শ্বাসরোধে হত্যা করা রাশিদাকে।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার লোহাগাছ বিন্দুবাড়ি গ্রামের ওমর ফারুক (২০) ও রাব্বি (১৯)। নিহত রাশিদা শ্রীপুর পৌর এলাকার মাধখলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। এর মধ্যে ওমর ফারুক হত্যার দায় স্বীকার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওমর ফারুক ও নিহত রাশিদা পূর্বপরিচিত।

মামলার তদন্তকারী কর্মকর্তা, শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ শেখ জানান, রাশিদা বেগম বাড়ির পাশে ইসরাক স্পিনিং মিলস লিমিটেড কারখানায় চাকরি করতেন। গত রোববার বাড়ির অদূরে দক্ষিণ ভাংনাহাটি এলাকার তালুকদারের ভিটা নামের গজারি বনে লাকড়ি কুড়াতে যান। সেখানে ওমর ফারুক গরুর জন্য ঘাস কাটছিলেন ও রাব্বি গরু চরাচ্ছিলেন।

এসআই বলেন, অভিযুক্তরা রাশিদাকে একা পেয়ে ফারুক ও রাব্বি তাঁকে ধর্ষণ করেন। ঘটনাটি প্রকাশ হয়ে যেতে পারে এই ভয়ে ফারুক ও রাব্বি শ্বাসরোধে রাশিদাকে হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে দেন। পরদিন সোমবার স্থানীয় বাসিন্দারা পরদিন জঙ্গলে লাকড়ি কুড়াতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, হত্যার দায় স্বীকার করে ওমর ফারুক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত