Ajker Patrika

শর্তে যদি থাকেন রাজি

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০৮: ৫৯
শর্তে যদি থাকেন রাজি

শাহরুখ খান
শাহরুখের দাবি, তিনিই প্রথম অভিনেতা, যিনি পারিশ্রমিক না নিয়ে সিনেমার লভ্যাংশ নিতেন। শাহরুখ বলেন, ‘আমার রোজগারের অন্য অনেক রাস্তা আছে। লাইভ শো, ব্যবসা... বিজ্ঞাপন তো আমার মতো করে আগে কেউ করেইনি। প্রযোজকদের বলতাম, সিনেমা যদি চলে, তাহলে তার থেকে আমি আমার অংশ দাবি করব, তা ছাড়া নয়।’ শাহরুখ এখন নিজেই সিনেমা প্রযোজনা, ডিস্ট্রিবিউশন করেন। তবে যখনই অন্য প্রযোজনা সংস্থার সিনেমায় অভিনয় করেন, তিনি সিনেমার ব্যবসার লভ্যাংশ নেন। পারিশ্রমিক নিতে রাজি নন তিনি। 

সালমান খানসালমান খান
সালমান বলেছেন, অন স্ক্রিন চুমু তিনি খাবেন না। কিছুতেই না! যেসব সিনেমা তিনি প্রযোজনা করেন, সেখানেও অভিনেতাদের চুম্বনের দৃশ্যে ঘোর আপত্তি ভাইজানের। ‘হিরো’ সিনেমায় যেমন সুরজ পাঞ্চোলি ও আথিয়া শেঠির চুম্বনের দৃশ্য আছে কি না জানতে চেয়েছিলেন এক সাংবাদিক। সালমান রাগী কণ্ঠে বলেন, ‘না। এই সিনেমায় কোনো চুম্বনের দৃশ্য নেই। ডিরেক্টরের কোনো ইচ্ছে নেই এ রকম দৃশ্য শুট করার। আথিয়া আর সুরজও পরস্পরকে চুমু খেতে ইন্টারেস্টেড নয়। আপনার এত ইন্টারেস্ট কেন? অন্যের চুমু দেখে কী লাভ!’

আরও একটা শর্ত থাকে সালমানের। খলচরিত্রে তিনি অভিনয় করবেন না। সালমানের কথায়, ‘আমি একজন নায়ক। আমাকে স্ক্রিনে দেখে অনেকে অনেক কিছু শেখে। তাই আমি কোনো খলচরিত্রে অভিনয় করব না। আমিই নিজেকে খারাপ লোক হিসেবে দেখতে চাই না, দর্শক কেন চাইবে!’

অজয় দেবগনঅজয় দেবগন
রাভিনা ট্যান্ডনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অজয় দেবগনের। দুজনের বিচ্ছেদের পর আত্মহত্যারও চেষ্টা করেন রাভিনা। এমনকি মনীষা কৈরালাও অজয়ের সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ করেছিলেন। কিন্তু অজয় কোনো দিনই সেসব স্বীকার করেননি। একদিন রেগে গিয়ে বলেছিলেন, ‘পৃথিবীতে যদি এই দুজন ছাড়া কোনো অভিনেত্রী না থাকে, তাহলেও আমি এই দুজনের সঙ্গে কাজ করব না।’ অজয় প্রযোজকদের শর্ত দিয়েই দিতেন রাভিনা আর মনীষা থাকলে সেই সিনেমায় তিনি কাজ করবেন না। বহু বছর পর সেই তালিকায় যুক্ত হয় কঙ্গনা রনৌতের নাম। কঙ্গনা বলেছিলেন, অজয় প্রেম করতে চেয়েছিলেন। ব্যস, কঙ্গনার সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেন অজয়। 

অক্ষয় কুমারঅক্ষয় কুমার
অক্ষয়কে কাস্ট করা মানেই ধরাবাঁধা কিছু শর্ত মেনে নেওয়া। দিনে আট ঘণ্টার বেশি শুট করবেন না অক্ষয় কুমার। সন্ধ্যা ছয়টা বাজলে সেট থেকে বাড়ি ফিরবেন। শনিবার সকাল সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত কাজ করবেন, বেলা দুইটার পর পরিবারের সঙ্গে বেরোবেন বা সিনেমা দেখতে যাবেন জুহুর একটি বিশেষ মাল্টিপ্লেক্সে। আর রোববার তাঁর ছুটির দিন। অক্ষয়কে কাস্ট করা মানেই তিনি ঠিক সময়ে সেটে আসবেন, ৪০-৫০ দিনের মধ্যে সিনেমা শেষ করতে হবে। আরও একটি ঘটনা ঘটে অক্ষয়ের সেটে। ক্রিকেট ম্যাচের সময় শুটিং পড়লে পুরো ইউনিটকে তিনি বাধ্য করেন বাজি লড়তে। 

হৃতিক রোশনহৃতিক রোশন
হৃতিক এক দিনও ওয়ার্কআউট না করে থাকতে পারেন না। তাই আউটডোরে গেলে সেই শহরের সেরা জিম বুক করার নির্দেশ দেওয়া থাকে প্রযোজনা প্রতিষ্ঠানকে। আর তাঁর ডায়েট প্ল্যানমাফিক খাবার তৈরির জন্য হৃতিকের সঙ্গে যান ব্যক্তিগত রাঁধুনি। সম্প্রতি তিনি আরও একটি নতুন শর্ত জুড়েছেন। সিনেমার শুট এক দিনও বাতিল হলে বা নির্ধারিত শিডিউল থেকে একচুল নড়ন-চড়ন হলে তিনি অতিরিক্ত পারিশ্রমিক চার্জ করবেন। ফলে হৃতিকের সঙ্গে শুটিং করতে হয় শিডিউলমাফিক।

আমির খানআমির খান
‘পারফেকশনিস্ট’ আমির আবার স্ক্রিপ্ট নিয়ে বেশি মাথা ঘামান, প্রয়োজনে স্ক্রিপ্ট বদলে দেন, অন্য কারও লেখা গল্প নিজে হস্তগত করে নেন, পরিচালকের প্রাণ ওষ্ঠাগত করে ছাড়েন। এসব এত দিনে সবাই জেনে গিয়েছেন। কিন্তু আমিরের অন্য একটা শর্তের কথা অনেকেই জানেন না। সেটা হলো, সিনেমাতে তাঁর কোনো লো-অ্যাঙ্গল শট থাকবে না! লো-অ্যাঙ্গল শট দিতে একেবারেই স্বচ্ছন্দ নন তিনি। তাই পরিচালক আর সিনেমাটোগ্রাফারকে কড়া নির্দেশ দেওয়া থাকে, তাঁর যেন কোনো লো-অ্যাঙ্গল শট না নেওয়া হয়। 

কারিনা কাপুরকারিনা কাপুর খান
ক্যারিয়ারের শুরুতে ‘চামেলি’র মতোছোট বাজেটের সিনেমায়ও অভিনয় করেছেন কারিনা কাপুর খান। পরে সিদ্ধান্ত নেন, স্ক্রিন স্পেস যতই কম হোক না কেন এ-লিস্টার বা প্রথম সারির অভিনেতা ছাড়া কাজই করবেন না! ফলে অনেক সিনেমাতেই বড় কোনো তারকার সঙ্গে অল্প সময়ের চরিত্র হয়েও খুশি ছিলেন কারিনা। কারিনার সেই মানসিকতা সাইফ আলি খানের সঙ্গে দীর্ঘদিন সংসার করার ফলে অনেকটাই নাকি পাল্টেছে। ফলস্বরূপ, এ-লিস্টারদের ‘আর্মক্যান্ডি’ হওয়ার চেয়ে এখন কনটেন্টের ওপর জোর দিচ্ছেন তিনি। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত