বেলাব (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে আটটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের ধারণা, চতুর্থ ধাপে আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে ইতিমধ্যে নানামুখী তৎপরতা শুরু হয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের। অনেকেই প্রচার শুরু করেছেন। আটটি ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য মনোনয়নপ্রত্যাশীরা দলের ওপরের সারির নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। অন্যদিকে নির্বাচনের মাঠে বিএনপি রয়েছে নীরব ভূমিকায়। তবে হাতেগোনা কয়েকজন বিএনপির নেতা ও প্রার্থী হতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের রাস্তাঘাটে দেখা যাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার পোস্টার। তা ছাড়া নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীরা এলাকায় মতবিনিময়, গণসংযোগ ও সমাবেশ এবং শোভাযাত্রা চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে ইউপি সদস্য প্রার্থীরাও দিন-রাত প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। উপজেলার চায়ের দোকানগুলোতে নির্বাচন নিয়ে চলছে নানা রকম আলোচনা। কোথায় কোন প্রার্থী মনোনয়ন পাবেন, কে জিতবেন বা কে হারবেন, এসব নিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে তর্ক-বিতর্ক।
খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ৮টি ইউপিতে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী রয়েছেন অন্তত ৫০ জন। এর মধ্যে বর্তমান চেয়ারম্যানরাও রয়েছেন। এ ছাড়া বিএনপি নির্বাচনে না এলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কয়েকজন মাঠে রয়েছেন। তাঁরাও এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে বেলাবতে নৌকার বিষয়টি নির্ভর করছে স্থানীয় সাংসদ ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সিদ্ধান্তের ওপর। দল থেকে ৮ ইউপিতে মনোনয়নপ্রত্যাশীদের নামের তালিকা পাঠানো হবে। সেই তালিকা বিবেচনা করবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের অনেকেই মনে করেন স্থানীয় সাংসদ ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আওয়ামী লীগের একজন প্রভাবশালী সাংসদ ও মন্ত্রী। তাই, তিনি যাঁকে জনপ্রিয় প্রার্থী মনে করবেন, তাঁকেই দল থেকে মনোনয়ন দেওয়া হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম (নজরুল) বলেন, ‘যাঁরা তৃণমূলে জনপ্রিয়, যাঁরা সব সময় জনগণের পাশে ছিলেন, তাঁদের নাম আমরা কেন্দ্রীয় দপ্তরে পাঠাব। কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী ইউনিয়ন ও জেলা কমিটির সঙ্গে সমন্বয় করে তৃণমূলকে প্রাধান্য দিয়ে প্রার্থিতা বাছাই করে তালিকা তৈরি করা হবে। তবে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে যাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বেশি, তাঁকেই দলীয় মনোনয়ন দেবে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। আর যাঁকে মনোনয়ন দেওয়া হবে, তাঁর পক্ষেই সবাইকে কাজ করতে হবে। তবে নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ইউপি নির্বাচনের মাঠে বিএনপি সমর্থক কয়েকজন প্রার্থীর প্রচারণা প্রসঙ্গে জানতে চাইলে, উপজেলার বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলার চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব বলেন, ‘কেন্দ্রীয়ভাবে বিএনপি এই নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়, তা আমরা বাস্তবায়ন করব।’
নির্বাচনের সময়সূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. আদিল বলেন, ‘চতুর্থ ধাপে বেলাব উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলায় ইউপি নির্বাচনের সম্ভাবনা রয়েছে। আমাদের পুরোপুরি প্রস্তুতি রয়েছে। আমি ইতিমধ্যে সব ভোটকেন্দ্র সরেজমিনে দেখে এসেছি।’
নরসিংদীর বেলাবতে আটটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের ধারণা, চতুর্থ ধাপে আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে ইতিমধ্যে নানামুখী তৎপরতা শুরু হয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের। অনেকেই প্রচার শুরু করেছেন। আটটি ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য মনোনয়নপ্রত্যাশীরা দলের ওপরের সারির নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। অন্যদিকে নির্বাচনের মাঠে বিএনপি রয়েছে নীরব ভূমিকায়। তবে হাতেগোনা কয়েকজন বিএনপির নেতা ও প্রার্থী হতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের রাস্তাঘাটে দেখা যাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার পোস্টার। তা ছাড়া নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীরা এলাকায় মতবিনিময়, গণসংযোগ ও সমাবেশ এবং শোভাযাত্রা চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে ইউপি সদস্য প্রার্থীরাও দিন-রাত প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। উপজেলার চায়ের দোকানগুলোতে নির্বাচন নিয়ে চলছে নানা রকম আলোচনা। কোথায় কোন প্রার্থী মনোনয়ন পাবেন, কে জিতবেন বা কে হারবেন, এসব নিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে তর্ক-বিতর্ক।
খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ৮টি ইউপিতে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী রয়েছেন অন্তত ৫০ জন। এর মধ্যে বর্তমান চেয়ারম্যানরাও রয়েছেন। এ ছাড়া বিএনপি নির্বাচনে না এলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কয়েকজন মাঠে রয়েছেন। তাঁরাও এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে বেলাবতে নৌকার বিষয়টি নির্ভর করছে স্থানীয় সাংসদ ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সিদ্ধান্তের ওপর। দল থেকে ৮ ইউপিতে মনোনয়নপ্রত্যাশীদের নামের তালিকা পাঠানো হবে। সেই তালিকা বিবেচনা করবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের অনেকেই মনে করেন স্থানীয় সাংসদ ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আওয়ামী লীগের একজন প্রভাবশালী সাংসদ ও মন্ত্রী। তাই, তিনি যাঁকে জনপ্রিয় প্রার্থী মনে করবেন, তাঁকেই দল থেকে মনোনয়ন দেওয়া হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম (নজরুল) বলেন, ‘যাঁরা তৃণমূলে জনপ্রিয়, যাঁরা সব সময় জনগণের পাশে ছিলেন, তাঁদের নাম আমরা কেন্দ্রীয় দপ্তরে পাঠাব। কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী ইউনিয়ন ও জেলা কমিটির সঙ্গে সমন্বয় করে তৃণমূলকে প্রাধান্য দিয়ে প্রার্থিতা বাছাই করে তালিকা তৈরি করা হবে। তবে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে যাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বেশি, তাঁকেই দলীয় মনোনয়ন দেবে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। আর যাঁকে মনোনয়ন দেওয়া হবে, তাঁর পক্ষেই সবাইকে কাজ করতে হবে। তবে নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ইউপি নির্বাচনের মাঠে বিএনপি সমর্থক কয়েকজন প্রার্থীর প্রচারণা প্রসঙ্গে জানতে চাইলে, উপজেলার বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলার চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব বলেন, ‘কেন্দ্রীয়ভাবে বিএনপি এই নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়, তা আমরা বাস্তবায়ন করব।’
নির্বাচনের সময়সূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. আদিল বলেন, ‘চতুর্থ ধাপে বেলাব উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলায় ইউপি নির্বাচনের সম্ভাবনা রয়েছে। আমাদের পুরোপুরি প্রস্তুতি রয়েছে। আমি ইতিমধ্যে সব ভোটকেন্দ্র সরেজমিনে দেখে এসেছি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫