লাইছ ত্বোহা, ঢাকা
তাঁদের দল খুলনা টাইগার্স ব্যর্থ হয়েছে প্লে অফে উঠতে। দলের ব্যর্থতা তো আছেই। এবারের বিপিএলে নিজেদেরও ঠিকঠাক মেলে ধরতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন ও ইয়াসির আলী রাব্বি। অথচ জাতীয় দলে ফিরতে বা নিজেদের জায়গা পোক্ত করতে এই বিপিএল হতে পারত তাঁদের কাছে বড় মঞ্চ।
সাদা বলে বাংলাদেশ দলের অন্যতম ভরসা হিসেবে প্রায় প্রতিষ্ঠা করেছিলেন সাইফউদ্দিন। নিজেকে অনেক দিন ধরে হারিয়ে খুঁজছেন তিনি। খুলনার হয়ে ৬ ইনিংসে ৮৮.৬০ স্ট্রাইক রেটে করেছেন ৭০ রান। নিজেদের শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে ৪ উইকেট নেওয়ায় পর তাঁর শিকার ১২টি। কদিন আগে খুলনার কোচ খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, ‘যে সাইফউদ্দিনকে চিনি, তার কাছ থেকে ২০-৩০ শতাংশ পেয়েছি। একটা ছেলের খারাপ সময় যায়, আশা করি সে ফিরে আসবে।’
নিজের ফর্ম নিয়ে দুই দিন আগে আজকের পত্রিকাকে সাইফউদ্দিন বলছিলেন, ‘তিনি ২০-৩০ শতাংশ বেশি বলেছেন। আমি নিজেকে নিজে মূল্যায়ন করলে, খুলনাকে ১০ শতাংশ দিয়েছি বলেও মনে হয় না! আমি নিজেই হতাশ আমার পারফরম্যান্স নিয়ে। এটা নিয়ে আসলে কোনো অজুহাতের সুযোগ নেই।’
কেন এই পারফরম্যান্স, সেটির ব্যাখ্যায় দার্শনিক মন্তব্যই করলেন সাইফউদ্দিন, ‘জীবন সব সময় একরকম যায় না। কখনো গাড়ি জোরে চলবে, কখনো নষ্ট হয়ে চলবেই না। আবার ঠিক হয়ে সামনের দিকে যাবে।’
নিজের ছন্দ যেমনই হোক, সাইফউদ্দিন মনে করেন, যার দক্ষতায় ঘাটতি আছে সে পিছিয়ে পড়বে এই রেসে। ২৬ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার বললেন, ‘যে ভালো খেলবে, পরিশ্রম করবে, সৎ থাকবে তার দক্ষতার প্রতি, কাজের প্রতি, সে সামনের দিকে যাবে। আর যে পারবে না, সে পিছিয়ে যাবে। এটা এমন একটা জায়গা, আমরা টাকা পাচ্ছি, সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছি।’
সাইফউদ্দিন তবু একটা জায়গা করে নিতে পেরেছেন জাতীয় দলে। রাব্বি এখনো পায়ের তলায় মাটি খুঁজছেন। বিপিএলে ১০ ইনিংসে ২২৬ রান করা খুলনা টাইগার্সের অধিনায়ক সরাসরি স্বীকার করে নিচ্ছেন, ‘এই পারফরম্যান্সে আমি একেবারেই খুশি নই।’ তবে খারাপ সময়কে ইতিবাচকভাবেই নেওয়ার চেষ্টা তাঁর। বলছেন, ‘ভালো-খারাপ সময় আসবে। যখন খারাপ সময় যায়, তখন নেতিবাচক দিক থাকে। তবে ওই সময় আমাদের ইতিবাচক থাকতে হয়। মানসিক ইতিবাচক যে জায়গা আছে, ওখানে থাকাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।’
তাঁদের দল খুলনা টাইগার্স ব্যর্থ হয়েছে প্লে অফে উঠতে। দলের ব্যর্থতা তো আছেই। এবারের বিপিএলে নিজেদেরও ঠিকঠাক মেলে ধরতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন ও ইয়াসির আলী রাব্বি। অথচ জাতীয় দলে ফিরতে বা নিজেদের জায়গা পোক্ত করতে এই বিপিএল হতে পারত তাঁদের কাছে বড় মঞ্চ।
সাদা বলে বাংলাদেশ দলের অন্যতম ভরসা হিসেবে প্রায় প্রতিষ্ঠা করেছিলেন সাইফউদ্দিন। নিজেকে অনেক দিন ধরে হারিয়ে খুঁজছেন তিনি। খুলনার হয়ে ৬ ইনিংসে ৮৮.৬০ স্ট্রাইক রেটে করেছেন ৭০ রান। নিজেদের শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে ৪ উইকেট নেওয়ায় পর তাঁর শিকার ১২টি। কদিন আগে খুলনার কোচ খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, ‘যে সাইফউদ্দিনকে চিনি, তার কাছ থেকে ২০-৩০ শতাংশ পেয়েছি। একটা ছেলের খারাপ সময় যায়, আশা করি সে ফিরে আসবে।’
নিজের ফর্ম নিয়ে দুই দিন আগে আজকের পত্রিকাকে সাইফউদ্দিন বলছিলেন, ‘তিনি ২০-৩০ শতাংশ বেশি বলেছেন। আমি নিজেকে নিজে মূল্যায়ন করলে, খুলনাকে ১০ শতাংশ দিয়েছি বলেও মনে হয় না! আমি নিজেই হতাশ আমার পারফরম্যান্স নিয়ে। এটা নিয়ে আসলে কোনো অজুহাতের সুযোগ নেই।’
কেন এই পারফরম্যান্স, সেটির ব্যাখ্যায় দার্শনিক মন্তব্যই করলেন সাইফউদ্দিন, ‘জীবন সব সময় একরকম যায় না। কখনো গাড়ি জোরে চলবে, কখনো নষ্ট হয়ে চলবেই না। আবার ঠিক হয়ে সামনের দিকে যাবে।’
নিজের ছন্দ যেমনই হোক, সাইফউদ্দিন মনে করেন, যার দক্ষতায় ঘাটতি আছে সে পিছিয়ে পড়বে এই রেসে। ২৬ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার বললেন, ‘যে ভালো খেলবে, পরিশ্রম করবে, সৎ থাকবে তার দক্ষতার প্রতি, কাজের প্রতি, সে সামনের দিকে যাবে। আর যে পারবে না, সে পিছিয়ে যাবে। এটা এমন একটা জায়গা, আমরা টাকা পাচ্ছি, সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছি।’
সাইফউদ্দিন তবু একটা জায়গা করে নিতে পেরেছেন জাতীয় দলে। রাব্বি এখনো পায়ের তলায় মাটি খুঁজছেন। বিপিএলে ১০ ইনিংসে ২২৬ রান করা খুলনা টাইগার্সের অধিনায়ক সরাসরি স্বীকার করে নিচ্ছেন, ‘এই পারফরম্যান্সে আমি একেবারেই খুশি নই।’ তবে খারাপ সময়কে ইতিবাচকভাবেই নেওয়ার চেষ্টা তাঁর। বলছেন, ‘ভালো-খারাপ সময় আসবে। যখন খারাপ সময় যায়, তখন নেতিবাচক দিক থাকে। তবে ওই সময় আমাদের ইতিবাচক থাকতে হয়। মানসিক ইতিবাচক যে জায়গা আছে, ওখানে থাকাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫