Ajker Patrika

রায়পুরে কলেরার প্রকোপ কমছে

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৩: ০৭
রায়পুরে কলেরার প্রকোপ কমছে

লক্ষ্মীপুরের রায়পুরে ধীরে ধীরে কলেরা রোগের প্রকোপ কমে আসছে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বাহারুল আলম বলেন, কলেরা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগের চেয়ে প্রকোপ কমে এসেছে। লোকজন আরও সতর্ক ও সচেতন হলে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে শূন্যে চলে আসবে।

তবে মতলব আইসিডিডিআরবি, সরকারি ও বেসরকারি হাসপাতালের তথ্য অনুযায়ী আক্রান্ত রোগীর সংখ্যা ইতিমধ্যে হাজার ছাড়িয়েছে। মৃত্যুবরণ করেছেন তিনজন। ডিসেম্বর মাসে প্রতিদিন ৩০-৩৫ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতেন। কিন্তু গত ১০ দিন ধরে গড়ে প্রতিদিন ১০-১২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থাও আগের চেয়ে ভালো পাওয়া যাচ্ছে। এসব কারণে পানিবাহিত কলেরার জীবাণুটি কমছে এমনটিই ধারণা চিকিৎসকদের।

উল্লেখ্য, আজকের পত্রিকায় গত ৫ জানুয়ারি ‘ইলেকট্রোলাইট পরীক্ষা হয় না স্বাস্থ্য কমপ্লেক্সে’, ৪ জানুয়ারি ‘রায়পুরে কলেরার প্রকোপ?’, ১৮ ডিসেম্বর ‘হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মী মোজাম্মেল হোসেন ও রিয়াজ হোসেন জানান, জানুয়ারির শুরু থেকে ১১ তারিখ পর্যন্ত গড়ে প্রতিদিন ১০-১২ জন রোগী ভর্তি হচ্ছেন। রোগীদের অবস্থাও আগের চেয়ে ভালো থাকছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত