Ajker Patrika

তাঁদের ঈদ দুবাইয়ে

তাঁদের ঈদ দুবাইয়ে

পরিবারের বাইরে ঈদকে নাকি ঠিক ‘ঈদ’ মনে হয় না অনেকের। সেটা যদি হয় দেশের বাইরে, ঈদের উৎসবের রং হয়ে যায় সাদা-কালো! ক্রিকেটারদের অবশ্য অনেক সময় দেশের বাইরে ঈদ করতে হয়। বাংলাদেশ নারী দলের দুই তারকা ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদের যেমন এই ঈদ কাটবে দুবাইয়ে।

এ নিয়ে চতুর্থবারের মতো দেশের বাইরে ঈদ করতে যাচ্ছেন রুমানা-জাহানারা। হংকং ক্রিকেট বোর্ডের সহযোগিতায় ১ মে থেকে দুবাইতে বসতে যাচ্ছে ‘ফেয়ার ব্রেক’ নামের নারীদের টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। ৩৫ দেশের নারী ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন জাহানারা-রুমানা। গতকাল দুবাইয়ে পৌঁছেও গেছেন তাঁরা। যাওয়ার আগে দেশে ও বিদেশে কাটানো ঈদের মিশ্র অভিজ্ঞতার কথা ভাগাভাগি করে নিয়েছেন তাঁরা।

দেশের বাইরে তিনবার ঈদ করার অভিজ্ঞতা আছে জাহানারার। এবারও তাই ঈদের নতুন জামা সঙ্গে নিয়ে গেছেন তিনি। তবু ঈদের সকালে পরিবারের সঙ্গে আনন্দ উৎসব বা ভোরবেলায় মিষ্টিমুখ করাটা মিস করবেন তিনি। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছেন, ‘পরিবারের বাইরে ঈদের আনন্দটা পাওয়া যায় না। এটা অন্য সাধারণ আট-দশটা দিনের মতো হয়। তবে এবার প্রথমবার কোনো মুসলিম দেশে ঈদ করতে যাচ্ছি।’

একই অভিজ্ঞতা আছে আরেক নারী অলরাউন্ডার রুমানার। ২০১০ সাল থেকেই পরিবারের সঙ্গে একাধিকবার ঈদ করা হয়নি খুলনার এই ক্রিকেটারের। বিদেশে ঈদ উদ্‌যাপন নিয়ে রুমানা বললেন, ‘ঈদের সেমাই খাওয়া, নতুন জামা পরে বাইরে ঘোরাঘুরি কিংবা পরিবার নিয়ে আনন্দ করা—দেশের বাইরে থাকলে এগুলো খুবই মিস করি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত