Ajker Patrika

সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৪: ২৪
সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ লেভেল-১–এর চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়।

এবারের সমন্বিত ভর্তি পরীক্ষায় চুয়েট কেন্দ্রে ‘ক’ গ্রুপে ৭ হাজার ৪৫৫ জন এবং ‘খ’ গ্রুপে ১ হাজার ৪৫ জন পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করে। তবে পরীক্ষায় ‘ক’ গ্রুপে ৫ হাজার ১৯৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল প্রায় ৭০ শতাংশ।

চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

গতকাল সকাল থেকেই পরীক্ষার্থীদের আগমনে মুখরিত হয় ক্যাম্পাস প্রাঙ্গণ। বিভিন্ন জেলা-উপজেলা থেকে অভিভাবকেরা তাঁদের সন্তান নিয়ে চুয়েটে আসেন।

চুয়েট ঘুরে দেখা যায়, সাংসদ ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে খাবার পানি বিতরণ করো। এ ছাড়া চুয়েট ছাত্রলীগের পক্ষ মাস্ক ও কলম বিতরণ করা হয়। ১২০ জন শিক্ষার্থী হেল্প ডেস্ক চালু করে পরীক্ষার্থীদের সহযোগিতা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত