Ajker Patrika

চিনতে ভুল, টাকা খুইয়ে জ্ঞান হারালেন বৃদ্ধ

নান্দাইল প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৭: ৪১
চিনতে ভুল, টাকা খুইয়ে জ্ঞান হারালেন বৃদ্ধ

নান্দাইলে এক প্রতারকের ফাঁদে পড়ে ৫০ হাজার টাকা খুইয়েছেন আব্দুল মান্নান (৬৩) নামে এক বৃদ্ধ। জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আব্দুল মান্নান নান্দাইল পৌর সদরের চারিআনিপাড়া গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে।

এক প্রত্যক্ষদর্শী জানান, গত বুধবার দুপুরের দিকে আব্দুল মান্নান নান্দাইল বাজারের সোনালী ব্যাংক শাখা থেকে স্ত্রী জোসনা আক্তারের অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা তোলেন। পরে টাকা নিয়ে বাসায় ফেরার পথে বাজারে আসতেই এক যুবকের প্রতারণার ফাঁদে পড়ে টাকা খুইয়েছেন তিনি।

জানা গেছে, ওই যুবক আব্দুল মান্নানের কাছে মেয়ের জামাই সুমনের আত্মীয় বলে ৭০ হাজার টাকা দিতে বলেন। এ কথা বলার পরপরই মান্নান পকেট থেকে ৫০ হাজার টাকা প্রতারক যুবককে দিয়ে দেন। বিষয়টি স্ত্রী জোছনা আরার সঙ্গে ফোনে জানালে স্ত্রী জানান, এমন নামে কোনো আত্মীয় নেই।

এ ঘটনার পরপরই আব্দুল মান্নান জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাঁকে।

আব্দুল মান্নানের স্ত্রী জোছনা আরা বলেন, ‘আমার স্বামী খুব সহজ-সরল। আমার নামে সোনালী ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা তোলার জন্য চেক দিয়ে পাঠাই। পরে টাকা তুলে বাসায় ফেরার পথে এক যুবকের ফাঁদে পড়ে টাকা হারিয়েছেন। তিনি এখন জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি আছে। একটু সুস্থ হলে থানায় অভিযোগ করা হবে।’

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘টাকা খোয়ানোর বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত