Ajker Patrika

শিকলে বাঁধা হৃদয়

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ১৪: ৫৫
শিকলে বাঁধা হৃদয়

স্বজনদের আশা ছিল লেখাপড়া শেষ করে সংসারের হাল ধরবে হৃদয় হোসেন মীর। কিন্তু ২০১৮ সালে এইচএসসি পরীক্ষার সময় কথা-কাটাকাটির জেরে কয়েকজন সহপাঠী তাঁকে মাথায় আঘাত করেন। এতে গুরুতর চোট পান হৃদয়। তিনি হয়ে পড়েন মানসিক ভারসাম্যহীন। এরপর দীর্ঘ চিকিৎসায় সুস্থ হন। কিন্তু মাঝেমধ্যেই মানসিক ভারসাম্য হারান। এখন অবস্থা এমন যে তাঁকে শিকলে বেঁধে রাখতে হয়।

হৃদয় ঝালকাঠি সদর উপজেলার রাজাপুর গ্রামের রংমিস্ত্রি মোহাম্মদ তানজের আলী মীরের ছোট ছেলে।

তানজের আলী বলেন, ‘হৃদয় ২০১৬ সালে গ্রামের স্কুল থেকে এসএসসি পাস করে ভর্তি হয় জেলা শহরের একটি বেসরকারি কলেজে। ২০১৮ সালে এইচএসসি পরীক্ষার সময় কথা-কাটাকাটির জেরে কয়েকজন সহপাঠী তাকে মাথায় আঘাত করে। খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে সে।’ তিনি আরও বলেন, ‘বরিশালে দীর্ঘ চিকিৎসায় সেরে উঠে ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায়ও পাস করে হৃদয়। কিন্তু মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ত। পরিবারকে আর্থিক সহযোগিতা করতে ৪ মাস আগে ঢাকায় যায় চাকরির সন্ধানে। কিন্তু সেখানে লোকজনের কাছে মার খেয়ে অসুস্থ হয়ে ফিরে আসতে হয় গ্রামের বাড়িতে। আর তখন থেকেই আবার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে হৃদয়।’

হৃদয়ের মা তাজনেহার বেগম বলেন, ‘বেঁধে না রাখলে হৃদয় সবাইকে মারধর করে। আশপাশের সবকিছু ভেঙে ফেলে। বাধ্য হয়ে ওর পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়েছে। চিকিৎসা করানোর মতো টাকা নাই।’

হৃদয়ের চিকিৎসার সহযোগিতায় এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন হৃদয়ের মা-বাবা।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এইচ এম জহিরুল ইসলাম বলেন, ‘ঝালকাঠি সদর হাসপাতালে এ মুহূর্তে হৃদয়ের সুচিকিৎসার ব্যবস্থা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত