Ajker Patrika

পাইকগাছায় কপোতাক্ষের চর দখলের অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১২: ২০
পাইকগাছায় কপোতাক্ষের চর দখলের অভিযোগ

পাইকগাছায় স্থানীয়দের বিরুদ্ধে কপোতাক্ষ নদে পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) জায়গা দখলের অভিযোগ ওঠেছে। জায়গাটি উপজেলার শিববাটী ও কাঁটাখালীর মধ্যবর্তী স্থান স্বরণখালী মৌজায় কপোতাক্ষ নদের চরে অবস্থিত।

জানা গেছে, গত সোমবার দুপুরে স্বরণখালী গ্রামের নিতাই লাল বাছাড়ের ছেলে ত্রিনাথ বাছাড় ও আলমতলা গ্রামের মৃত শরিতুল্লা গাজীর ছেলে মুজিবর রহমান গাজী কপোতাক্ষ নদের প্রায় ১ বিঘা জায়গা দখল করে বালি ভরাটের কাজ শুরু করেন। দিনভর বৃষ্টির কারণে রাস্তাঘাট ছিল ফাঁকা। এ সুযোগ কাজে লাগিয়ে সরকারি সম্পত্তি দখলে মেতে উঠেন তারা।

পরে এলাকাবাসী উপজেলা পানি উন্নয়ন বোর্ডকে জানালে বোর্ড কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করে কাজ বন্ধ করে দেন। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, সরকারি সম্পত্তি বালি দিয়ে ভরাট করে জবর দখল করা অপরাধ। প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই কঠোর অবস্থানে রয়েছেন। নদী অথবা সরকারি জলাশয়ের জায়গা দখল করে ভরাট করা যাবে না। যদি কেউ এ ধরনের কাজ করে তাহলে তাদের আইনের আওতায় আনা হোক।

পাইকগাছা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. রাজু আহম্মদ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি এটি নদের চর ভরাটের জায়গা। সে কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আমি তাদেরকে তিন দিনের সময় দিয়েছি বালি সরিয়ে নেওয়ার জন্য। যদি এর মধ্যে বালি সরিয়ে না নেয় তাহলে আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

এ ব্যাপারে ত্রিনাথ বাছাড় জানান, প্রশাসনের তরফ থেকে তিন দিন সময় দিয়েছে আমি এ সময়ের মধ্যে বালি সরিয়ে সরকারি জায়গা ছেড়ে দেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত