Ajker Patrika

র‍্যাব পরিচয়ে অপহরণ, আটক ৪

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭: ১৫
র‍্যাব পরিচয়ে অপহরণ, আটক ৪

ময়মনসিংহের সদর উপজেলার পরানগঞ্জ এলাকা থেকে অপহরণের প্রস্তুতিকালে চার যুবককে আটক করেছে র‍্যাব-১৪। গতকাল সোমবার সকালে তাঁদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। এর আগে গত রোববার রাতে তাঁদের আটক করে র‍্যাব।

আটকৃতরা হলেন গাড়িচালক মো. হাসান (২৬), খন্দকার ওয়াহেদ আমজাদ (২৫), ইতিক হাসান (১৯) এবং মোখলেছুর রহমান (৪৫)। মোখলেছুর রহমান জামালপুরের সরিষাবাড়ির বাসিন্দা। বাকি তিনজনের বাড়ি ময়মনসিংহের সদর উপজেলায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁরা একটি সংঘবদ্ধ অপহরণ দলের সক্রিয় সদস্য। রোববার রাতে পরাণগঞ্জ বাজার থেকে দুজনকে অপহরণ করে আনার সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের ধরে গণধোলাই দিয়ে র‍্যাবের হাতে তুলে দেয়। তাঁরা পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করতো।

ওসি জানান, তাঁদের কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী জাকিরুলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।

বোররচর ইউনিয়নের জাকিরুল ইসলাম বলেন, গাড়িচালক হাসানের সঙ্গে তাঁর পূর্ব পরিচয় ছিল। হাসান তাঁকে ফোন করে ডেকে এনে গাড়িতে উঠতে বলেন। গাড়িতে আরেকজনকে নিয়ে উঠলে আরও তিনজন তাঁদের দুজনের পেটে চাকু ধরে। এ সময় গাড়ি থেকে লাফ দিয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন উদ্ধার করে। তখন তাঁরা র‍্যাব পরিচয় দিলে স্থানীয় বাসিন্দারা গণধোলাই দেয়। পরে পুলিশ ও র‍্যাব গেলে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত