Ajker Patrika

জয়ে শুরু মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ৫৯
জয়ে শুরু মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চলের

শিরোপা ধরে রাখার অভিযানে শুরুটা দারুণ হয়েছে বিসিবি দক্ষিণাঞ্চলের। জয় দিয়ে বঙ্গবন্ধু বিসিএলের নবম আসর শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। রাজশাহীতে গতকাল শেষ দিনে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ৮ উইকেটে হারিয়েছে ফরহাদ রেজার দল।

প্রথম ইনিংসে ২০৬ রানে গুটিয়ে যাওয়া পূর্বাঞ্চল ফিরতি ব্যাটিংয়ে ৩ রান কম করেছে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চলের পক্ষে ৪ উইকেট নিয়েছেন নাহিদুল ইসলাম। আশার প্রদীপ আফিফ হোসেন ৮৬ রানে আউট হন। ইরফান শুক্কুরের ব্যাট থেকে আসে ৪০ রান। ৮৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৮ রানে ২ উইকেট হারায় দক্ষিণাঞ্চল। পরে অমিত হাসান (১৯*) ও তৌহিদ হৃদয়ের (৫৪*) দৃঢ়তায় সহজ জয় তুলে নেয় তারা। ম্যাচসেরা হয়েছেন ১৫৮ রান করা জাকির হোসেন।

দাপুটে জয় পেয়েছে ওয়ালটন মধ্যাঞ্চলও। চট্টগ্রামে বিসিবি উত্তরাঞ্চলকে ইনিংস ও ৭০ রানে হারিয়েছে তাঁরা। উত্তরাঞ্চলকে ২১৯ রানে গুঁড়িয়ে দেওয়ার পর রানের পাহাড় গড়ে মধ্যাঞ্চল। তিন সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে ৩ উইকেটে ৫৬৩ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। ইনিংস হার এড়াতে দ্বিতীয় ইনিংসে ৩৪৪ রান করতে হতো উত্তরাঞ্চলকে। কিন্তু ২৭৪ রানে থেমে যায় তারা। মার্শাল আইয়ুবের ১০১ রানের ইনিংসটা। ৬ উইকেট নিয়ে উত্তরাঞ্চলকে ধসিয়ে দিয়েছেন হাসান মুরাদ। তবে প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান মিজানুর ও মিঠুন যৌথভাবে ম্যাচসেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত