Ajker Patrika

টিকিট টু হলিউড

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১২: ৩৮
টিকিট টু হলিউড

হলিউডে আলিয়ার প্রথম সিনেমা ‘হার্ট অব স্টোন’। গাল গাদোত, জেমি ডরনানের মতো বিশ্বখ্যাত অভিনেতাদের সঙ্গে পর্দায় টেক্কা দিয়েছেন আলিয়া। গত বছরের মাঝামাঝি সময়ে সিনেমাটির কাজ শেষ হয়েছিল। আলিয়া তখন ছিলেন অন্তঃসত্ত্বা, ওই অবস্থায়ই জটিল অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন। আলিয়ার এত পরিশ্রমের ফসল অবশেষে সামনে আসছে এ বছর।

নেটফ্লিক্স সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে ২০২৩ সালের একাধিক গুরুত্বপূর্ণ সিনেমার নাম ঘোষণা করেছে। এ তালিকায় ‘হার্ট অব স্টোন’ ছাড়াও রয়েছে ‘এক্সট্র্যাকশন ২’, ‘মার্ডার মিস্ট্রি ২’, ‘ড্যামসেল’-এর মতো সিনেমাও। ‘হার্ট অব স্টোন’-এ আলিয়ার লুক আগেই প্রকাশ পেয়েছিল। এবার নেটফ্লিক্সের শেয়ার করা ভিডিওতে মুক্তির তারিখ দেখে ভীষণ খুশি ভক্তরা।

জানা গেছে, ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘হার্ট অব স্টোন’। এ সিনেমার মধ্য দিয়ে হলিউডে অভিষেক হচ্ছে আলিয়ার। তবে ১১ আগস্ট আরও একটি উপলক্ষ আছে। একই দিনে মুক্তি পাচ্ছে তাঁর জীবনসঙ্গী রণবীর কাপুরের সিনেমা ‘অ্যানিমেল’। ফলে একই দিনে ভিন্ন কাজ নিয়ে দর্শকদের মুখোমুখি হচ্ছেন স্বামী-স্ত্রী।

সন্তান জন্মের পর আলিয়া এখনো কাজে ফেরেননি। তবে মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, যোগব্যায়াম করছেন। সাধারণত অভিনেত্রীরা সন্তান জন্মের পর আগের চেহারায় ফিরতে চান। তবে এ বিষয়ে আলিয়ার মত ভিন্ন। খাওয়াদাওয়া কমিয়ে, জোর করে ওজন কমানোর পক্ষে তিনি নন। আলিয়া বলেন, ‘সন্তান জন্মের পর অনেক নারীকে তাঁদের শরীর নিয়ে সমস্যায় পড়তে দেখেছি। নিজের ওপর সাংঘাতিক প্রেশার দেন তাঁরা। প্রত্যেকেই ওজন কমাতে চান। আমি একটাই কথা বলব, নিজের শরীরকে গ্রহণ করতে শিখুন। তাকে ভালেবাসতে শিখুন।’ আলিয়া তাই ওজন কমানো নয়, বরং ফিট থাকার দিকেই এখন বেশি মনোযোগী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত