Ajker Patrika

চার নেতাকে শ্রদ্ধায় স্মরণ

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮: ৩০
চার নেতাকে শ্রদ্ধায় স্মরণ

ময়মনসিংহ নগরী, বিভিন্ন উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে নানা আয়োজনে জেলহত্যা দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে দিবসটি উপলক্ষে শোকযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়।

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে জেলহত্যা দিবস উপলক্ষে বুধবার সকালে শোকযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। নগরীর কলেজ রোডে শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাড়িতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে। পরে টাউন হল ময়দানে জাতীয় পতাকা, কালো পতাকা এবং আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন করে নেতারা।

এ ছাড়া জাতীয় চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজ উদ্দীন আহমেদ, শহীদ এম. মনসুর আলী, শহীদ এ. এইচ এম কামরুজ্জামানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহুরুল হক খোকা। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। পরে শোকযাত্রা, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।

ধোবাউড়া প্রতিনিধি: ধোবাউড়ায় জেলহত্যা দিবস উপলক্ষে বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল প্রমুখ।

নান্দাইল প্রতিনিধি: নান্দাইলে জেলহত্যা দিবসে বুধবার সকালে পৌর সদরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিনের নেতৃত্বে এক শোক যাত্রা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

গৌরীপুর প্রতিনিধি: জেল হত্যা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন গৌরীপুরের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতারা। বুধবার জেলহত্যা দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়। এ ছাড়া বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মো. আজাদ হীরার সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহম্মদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম প্রমুখ।

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা (জাককানইবি) ছাত্রলীগ। বুধবার শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতা–কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত