পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ভবনে ব্যাংকের এটিএম বুথ না থাকায় বিপাকে পড়েন পাসপোর্টধারী যাত্রীরা। এ ছাড়া বিভিন্ন মাশুল পরিশোধে বিড়ম্বনার শিকার হচ্ছেন বন্দর ব্যবহারকারীরা।
বুড়িমারী স্থলবন্দর হয়ে বিদেশ ভ্রমণে যাত্রীদের জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত ভ্রমণ কর প্রায় তিন কিলোমিটার দূরে গিয়ে ব্যাংকের শাখায় জমা দিতে হয়। এতে প্রতি যাত্রীকে অতিরিক্ত ৩০ থেকে ৫০ টাকা ব্যয় করতে হয়। সময় অপচয়ের পাশাপাশি একমাত্র মহাসড়ক ব্যবহার করে যাতায়াতে যানজটের কবলে পড়ে নানা হয়রানির শিকার হন যাত্রীরা।
স্থলবন্দরের দুই তলার প্রশাসনিক ভবনে ৩০টি কক্ষ রয়েছে। ভবনে ব্যাংকের বুথ স্থাপনের জন্য কক্ষ বরাদ্দ রেখেছে কর্তৃপক্ষ। দেশ-বিদেশের যাত্রী, ব্যবসায়ী, কাস্টমস কর্তৃপক্ষ, বন্দর ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির সুবিধার্থে দিনের ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যাংকিং সেবা দেওয়ার জন্য জনতা ব্যাংক কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘ দিনেও এতে কোনো কাজ হয়নি। ২০১৯ সালে জনতা ব্যাংক লিমিটেড বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্ট বুড়িমারী স্থলবন্দরে ব্যাংকের একটি বুথ স্থাপনের উদ্যোগ নিয়ে চিঠি দেয়। বন্দর কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী কক্ষ বরাদ্দ দিয়ে তথ্য সরবরাহ করলেও আজও বুথ খোলা হয়নি।
ঢাকার বংশাল এলাকার ভারতগামী যাত্রী মোহাম্মদ উল্লাহ বলেন, ‘ভ্রমণ কর জমা দিতে স্থলবন্দর ভবনে ব্যাংকের বুথ থাকলে ভালো হতো। দূরে হওয়ায় সমস্যা হচ্ছে।’
জনতা ব্যাংকের বুড়িমারী শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, ‘স্থলবন্দরের কক্ষে যদি বুথ স্থাপন করে পরিচালনা করা হয়, তাতে কিছু ঝামেলা রয়েছে। এ কারণে বুথ স্থাপনে দেরি হচ্ছে।’
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ভবনে ব্যাংকের এটিএম বুথ না থাকায় বিপাকে পড়েন পাসপোর্টধারী যাত্রীরা। এ ছাড়া বিভিন্ন মাশুল পরিশোধে বিড়ম্বনার শিকার হচ্ছেন বন্দর ব্যবহারকারীরা।
বুড়িমারী স্থলবন্দর হয়ে বিদেশ ভ্রমণে যাত্রীদের জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত ভ্রমণ কর প্রায় তিন কিলোমিটার দূরে গিয়ে ব্যাংকের শাখায় জমা দিতে হয়। এতে প্রতি যাত্রীকে অতিরিক্ত ৩০ থেকে ৫০ টাকা ব্যয় করতে হয়। সময় অপচয়ের পাশাপাশি একমাত্র মহাসড়ক ব্যবহার করে যাতায়াতে যানজটের কবলে পড়ে নানা হয়রানির শিকার হন যাত্রীরা।
স্থলবন্দরের দুই তলার প্রশাসনিক ভবনে ৩০টি কক্ষ রয়েছে। ভবনে ব্যাংকের বুথ স্থাপনের জন্য কক্ষ বরাদ্দ রেখেছে কর্তৃপক্ষ। দেশ-বিদেশের যাত্রী, ব্যবসায়ী, কাস্টমস কর্তৃপক্ষ, বন্দর ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির সুবিধার্থে দিনের ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যাংকিং সেবা দেওয়ার জন্য জনতা ব্যাংক কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘ দিনেও এতে কোনো কাজ হয়নি। ২০১৯ সালে জনতা ব্যাংক লিমিটেড বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্ট বুড়িমারী স্থলবন্দরে ব্যাংকের একটি বুথ স্থাপনের উদ্যোগ নিয়ে চিঠি দেয়। বন্দর কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী কক্ষ বরাদ্দ দিয়ে তথ্য সরবরাহ করলেও আজও বুথ খোলা হয়নি।
ঢাকার বংশাল এলাকার ভারতগামী যাত্রী মোহাম্মদ উল্লাহ বলেন, ‘ভ্রমণ কর জমা দিতে স্থলবন্দর ভবনে ব্যাংকের বুথ থাকলে ভালো হতো। দূরে হওয়ায় সমস্যা হচ্ছে।’
জনতা ব্যাংকের বুড়িমারী শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, ‘স্থলবন্দরের কক্ষে যদি বুথ স্থাপন করে পরিচালনা করা হয়, তাতে কিছু ঝামেলা রয়েছে। এ কারণে বুথ স্থাপনে দেরি হচ্ছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪