Ajker Patrika

এইচএসসির ৭৫৯ শিক্ষার্থী পেলেন বৃত্তি

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ১৬
এইচএসসির ৭৫৯ শিক্ষার্থী পেলেন বৃত্তি

খুলনা জেলা পরিষদের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ দেওয়া হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষে এইচএসসিতে অধ্যয়নরত খুলনা জেলার নাগরিকদের মধ্যে থেকে বাছাই করা মোট ৭৫৯ জন গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীরা এ অর্থ পান। প্রত্যেক শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে দেওয়া হয়। এই খাতে মোট পনেরো লাখ আঠারো হাজার টাকা বিতরণ করা হয়।

এ উপলক্ষে গতকাল বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বৃত্তির অর্থ বিতরণ করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে তিনি বৃত্তির অর্থ শিক্ষার কাজে খরচ করে ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

পরে বেলা ১টায় খুলনা জেলা পরিষদ পরিচালিত করোনেশন কারিগরি বিদ্যালয়ের ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ শিক্ষা বছরের শিক্ষার্থীদের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্রসহ প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, জেলা পরিষদ সদস্য শেখ আবু জাফর, কবির হোসেন, নাহার আক্তার, জেসমিন পারভিন জলি, শোভা রানি হালদার, মোল্লা মিজানুর রহমান, জয়ন্তী রানি সরদার, সরদার আবু সালেহ, দিলীপ হালদার, জহুরুল হক বাচ্চু, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, শেখ নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, জোবায়ের আহম্মেদ খান জবা, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, হিসাবরক্ষক সোমা দাশ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত