Ajker Patrika

জামুরিয়া ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার দাবি

ঘাটাইল প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৮: ১২
জামুরিয়া ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার দাবি

ঘাটাইলের জামুরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। উপজেলা পরিষদের সামনে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জামুরিয়া ইউপির বিভিন্ন গ্রামের মানুষ অংশ নেন।

উপজেলার ৮টি ইউনিয়নে একসঙ্গে নির্বাচন হওয়ার কথা। নির্বাচন কমিশন ১১ নভেম্বর সাতটি ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল ঘোষণা করা হয়নি শুধু জামুরিয়া ইউপির।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, জামুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস, সরকারি জিবিজি কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন।

বক্তারা বলেন, এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইখলাখ হোসেন খান শামীম মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করে এবং নির্বাচন কমিশনকে সেই মামলা সমন্ধে ভুল তথ্য দিয়ে নির্বাচন বন্ধ করার চেষ্টা করছেন। এ সময় তাঁরা পরের তফসিলে জামুরিয়া ইউনিয়নের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, উপজেলায় ৮টি ইউপি মেয়াদোত্তীর্ণ হলেও নির্বাচন কমিশন উপজেলার ৭টি ইউনিয়নের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিলে উপজেলার জামুরিয়া ইউনিয়ন পরিষদের নাম বাদ রাখা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার মহিউদ্দিন বলেন, ‘তফসিলে জামুরিয়া ইউপির নাম কেন বাদ রাখা হয়েছে আমরা তা জানি না। নির্বাচন কমিশনও এ ব্যাপারে আমাদের লিখিতভাবে কিছু জানায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত