Ajker Patrika

রাজশাহীতে বন্ধ জমি রেজিস্ট্রি

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৪: ২৯
রাজশাহীতে বন্ধ জমি রেজিস্ট্রি

রাজশাহীর দুই-তৃতীয়াংশ দলিল লেখক অবকাশ যাপনে গেছেন। এদিকে সাবরেজিস্ট্রার নিয়েছেন ছুটি। এ কারণে বন্ধ হয়ে গেছে জমির রেজিস্ট্রি। এখন জরুরি প্রয়োজনেও কেউ জমি বেচাকেনা করতে পারছেন না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী সদর দলিল লেখক সমিতির সদস্য প্রায় ১৫০ জন। সমিতির আয়োজনে প্রায় ১০০ জন গত বুধবার বার্ষিক আনন্দ ভ্রমণে গেছেন। তাঁরা রাঙামাটি হয়ে কক্সবাজারে অবস্থান করছেন। আগামীকাল মঙ্গলবার তাঁদের ফেরার কথা রয়েছে। তবে প্রায় ৫০ জন দলিল লেখক এখনো কাজ করছেন। কিন্তু সাব-রেজিস্ট্রারও ছুটিতে যাওয়ায় জমির রেজিস্ট্রি হচ্ছে না।

গতকাল নিজের সেরেস্তায় বসে কাজ করছিলেন দলিল লেখক তাইজুল ইসলাম। তিনি জানান, প্রায় ৫০ জন দলিল লেখক আনন্দ ভ্রমণে যাননি। তাঁরা নিজ নিজ সেরেস্তায় কাজ করছেন। কিন্তু সব-রেজিস্ট্রার ছুটিতে থাকায় দলিল রেজিস্ট্রি হচ্ছে না।

আরেক দলিল লেখক রাকিবুল হাসান সুমনও তাঁর সেরেস্তায় কাজ করছিলেন। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার দলিল লেখকেরা আনন্দ ভ্রমণ থেকে ফিরতে পারেন। তারপর আবার রেজিস্ট্রির কাজ শুরু হতে পারে।

সকালে সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে দেখা যায়, অনেকেই এসেছেন সেবা নিতে। কিন্তু সাব-রেজিস্ট্রার নাজির আহম্মেদ রিপন নেই। তিনি না থাকায় তাঁর পেশকার সাফিরন নেসাও আসেননি। পুঠিয়া থেকে যাওয়া মহির উদ্দিন নামের এক বৃদ্ধ বসেছিলেন অফিসের পিয়নের কাছে। মহির বললেন, সাব-রেজিস্ট্রারের সঙ্গে দেখা করতে এই শীতের সকালে গ্রাম থেকে এসেছেন তিনি। তাও দেখা পেলেন না।

সাব-রেজিস্ট্রার দপ্তরের কর্মচারীরা জানালেন, দলিল লেখকেরা নেই বলে সাব-রেজিস্ট্রার ছুটি নিয়েছেন। আগামী বুধবার তিনি দপ্তরে ফিরতে পারেন। সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দ্বিতীয় তলায় জেলা রেজিস্ট্রার রবিউল ইসলামের দপ্তর। সেখানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর না আসার বিষয়ে দুই কর্মচারী দুই রকম তথ্য দিয়েছেন। একজন জানিয়েছেন, জেলা রেজিস্ট্রার রবিউল ইসলাম ঢাকায় আছেন। আগামী বুধবারের আগে ফিরবেন না। আরেক কর্মচারী দাবি করেন, জেলা রেজিস্ট্রার রাজশাহীতে আছেন। করোনা টিকার বুস্টার ডোজ নিতে যাওয়ায় অফিসে আসেননি।

কথা বলার জন্য জেলা রেজিস্ট্রার রবিউল ইসলাম ও সদর সাব-রেজিস্ট্রার নাজির আহম্মেদ রিপনকে একাধিকবার কল করা হলেও তাঁরা ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত