Ajker Patrika

ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৫: ৪৬
ডোবা থেকে অজ্ঞাত যুবকের  লাশ উদ্ধার

পাইকগাছায় কপিলমুনির একটি ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক আসাদুল ইসলাম জানান, উপজেলার সলুয়া গ্রামের নফেল মোড়লের ছেলে আছাদুল মোড়ল (৩৫) প্রতিদিনের মতো শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ খেতে পরিচর্যার জন্য যান। একপর্যায়ে খেতের পূর্ব পাশের ডোবায় উপুড় করা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে চিৎকার দিয়ে প্রতিবেশীদের জানান।

এরপর প্রথমে কপিলমুনি পুলিশ ফাঁড়িতে খবর দিলে বেলা পৌনে ১১টার দিকে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আলীম ও পরে ১২টার দিকে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন। নিহত যুবকের বয়স ৩০ এর বেশি হবে বলে ধারণা করা হয়।

উদ্ধারের সময় লাশের গায়ে কালো গেঞ্জি ছিল। এ সময় লাশের অদূরে পড়ে থাকা একটি জুতা, চানাচুর, বিস্কুট, শ্যাম্পুর পকেট ও টিস্যুর খালি প্যাকেট পড়ে থাকতে দেখে তা আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, কেউ বা কয়েকজন তাকে পরিকল্পিতভাবে বাইরে থেকে সেখানে নিয়ে হত্যা শেষে লাশ ওই ডোবায় ফেলে রেখে গেছে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কপিলমুনি ইউপি চেয়ারম্যান মো: কওছার আলী জোয়ারদার জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। এ সময় তিনি আরও জানান, তিনি বা এলাকার কেউ লাশটি শনাক্ত করতে পারেননি। সর্বশেষ তাকে কে বা কারা এবং কি উদ্দেশ্যে হত্যা করা হয়েছে এমনকি লাশের পরিচয় উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত