Ajker Patrika

গৌরব-শ্রুতি জুটির নতুন গল্প

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৯: ০৫
গৌরব-শ্রুতি জুটির নতুন গল্প

‘ত্রিনয়নী’ ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তা পেয়েছিল গৌরব রায়চৌধুরী ও শ্রুতি দাসের জুটি। তাঁদের আরও একবার এক ফ্রেমে নিয়ে এলেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। বানাচ্ছেন ‘রাঙা বউ’। গতকাল থেকে জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিকটির প্রচার। এতে গৌরব অভিনয় করছেন কুশ চরিত্রে আর পাখি চরিত্রে শ্রুতি।

কেমন গল্প বলবে ‘রাঙা বউ’? জানা গেছে, মা মরা মেয়ে পাখি। থাকে মামা-মামির কাছে। অবহেলায় কাটে তার দিন। গ্রামে যখনই কোনো মেয়ের বিয়ে হয়, সেখানে হাজির হয় পাখি। হৃদয়ের সবটুকু দরদ ঢেলে কনেকে সাজিয়ে দেয়। কনে সাজানোর সময় গায় লোকগান। পাখির গায়ের রং কালো। তাই এ নিয়ে অনেকে টিপ্পনী কাটে, এত মেয়েকে কনে সাজাচ্ছে, তার বিয়েটা কবে হবে!

অন্যদিকে কুশ চরিত্রের অভিনেতা গৌরবের পরিবারের আলতা-সিঁদুরের ব্যবসা। তার সাময়িক স্মৃতিভ্রষ্ট হয়েছে। পাখির সঙ্গে তার বিয়ে হয়। বউকে নিয়ে যখন নৌকায় করে বাড়ি ফিরছে, তখনই স্মৃতি ফিরে আসে কুশের। বউকে আর চিনতে পারে না। এ ঘটনার পর থেকেই বোঝা যায়, অনেক ঝড়-ঝাপটা অপেক্ষা করে আছে পাখির নতুন সংসারে।

গৌরব-শ্রুতির আগের ধারাবাহিক ‘ত্রিনয়নী’র পরিচালক ছিলেন স্বর্ণেন্দু সমাদ্দার। ‘রাঙা বউ’তে তাঁদের ফিরিয়ে আনার বিষয়ে পরিচালক বলছেন, ‘দর্শকেরা ওদের দেখতে খুব পছন্দ করেন। তা ছাড়া পর্দার বাইরেও ওরা খুব ভালো বন্ধু। তাই ওদের নিয়ে কাজ করতে সুবিধা হয়। আশা করছি, রাঙা বউ সব সিরিয়ালকে ছাপিয়ে শীর্ষে পৌঁছাবে। কারণ গল্পটির সেই ক্ষমতা আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত