Ajker Patrika

বরকতের জামিন আবেদন খারিজ হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ও ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৪: ৫৪
বরকতের জামিন আবেদন খারিজ হাইকোর্টে

চাঁদাবাজির মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকতের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জামিন আবেদনে ভুয়া তথ্য দেওয়া সুরুজ্জামান নামে তদবিরকারীকে পুলিশে দেওয়া হয়েছে।

এ ছাড়া আইনজীবী শফিউল্লাহ হায়দার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় তাঁকে সতর্ক করে দিয়েছেন আদালত। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ গতকাল রোববার এই আদেশ দেন।

বরকতকে ওই মামলায় ২০২০ সালের ২৫ জুন গ্রেপ্তার করা হয়। নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। আবেদনে একটি ‘ইনফরমেশন স্লিপ’ দাখিল করা হয়। যাতে বলা হয়, আসামি এ মামলায় ১৬৪ ধারায় কোনো বক্তব্য দেননি। কিন্তু আদালতের নির্দেশে রাষ্ট্রপক্ষ নিম্ন আদালতে খবর নিয়ে দেখে, বরকতসহ কয়েকজনের ১৬৪ ধারায় জবানবন্দি আছে। পরে আদালত তদবিরকারীসহ আইনজীবীকে তলব করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ বলেন, নির্দেশ অনুযায়ী আইনজীবী এ মামলার তদবিরকারী সুরুজ্জামানকে হাজির করান। সুরুজ্জামান স্বীকার করেছেন এটি ভুয়া। পরে আদালত সুরুজ্জামানকে পুলিশে দেন। আর রেজিস্ট্রার জেনারেলকে বিষয়টি তদন্ত করে মামলা করতে বলেন।

২০২০ সালের ১২ জুন মামলা করেন ফরিদপুরের ব্যবসায়ী ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী। মামলার অভিযোগে বলা হয়, ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ২০১৯ সালের ২২ ডিসেম্বর রাতে বরকত-রুবেলের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর প্রতিষ্ঠানে হামলা চালান। এ সময় তাঁকে, তাঁর ছেলে ও গাড়িচালককে মারধর করে সোয়া পাঁচ লাখ টাকা নিয়ে যান।

এদিকে পুলিশের জিম্মায় থাকা বরকত ও রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের ১২টি বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জানা গেছে, সাউথ লাইন পরিবহনের ২২টি বাস আলামত হিসেবে জব্দ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা। বাসগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল জেলা পুলিশের। বাসগুলি শহরের গোয়ালচামটের ওজোপডিকো কার্যালয়ের সামনে বরকাতের মালিকানাভুক্ত জমিতে ছিল। যার মধ্যে ১০টি শেড দিয়ে ঘেরা ছিল ও ১২টি ওই জায়গার পাশে নিচু ভূমিতে রাখা ছিল।

গত শুক্রবার রাত ১টার দিকে ১২টি বাস আগুনে পুড়ে যায়। এ ঘটনায় গত শনিবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়। এ মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

এ ছাড়া ফরিদপুরের পুলিশ সুপার গতকাল রোববার এ ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেন। এ কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) মো. ইমদাদ হোসেনকে। কমিটির অপর দুই সদস্য হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলাল উদ্দিন। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। বাসগুলির নিরাপত্তায় থাকা নৈশ প্রহরী শেখ মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন।

অর্থপাচারের অভিযোগে ২০২০ সালের ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় মামলা করে সিআইডি। ওই মামলায় বরকত-রুবেলের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়। এই মামলার আসামি ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গত ৭ মার্চ গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত