চাষী নজরুল ইসলাম
চাষী নজরুল ইসলাম সিনেমাঅন্তঃপ্রাণ। ফতেহ লোহানীর ‘আসিয়া’ ছবিতে ছোট্ট একটা ভূমিকায় অভিনয় করার কথা ছিল। কিন্তু ফতেহ লোহানীর নির্দেশে তিনি হয়ে গেলেন ছবির সহকারী পরিচালক। সেই থেকে শুরু। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রথম ছবি চাষীর। ‘ওরা ১১ জন’ নামের সেই ছবিতে যাঁরা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন, তাঁদের সবাই ছিলেন মুক্তিযোদ্ধা, আগে কখনো অভিনয় করেননি।
তবে চাষী নজরুল ইসলামের জীবনের একটি অবিস্মরণীয় ঘটনা হলো, তিনি তাঁর ‘সংগ্রাম’ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিয়েও অভিনয় করিয়েছেন। তখন বঙ্গবন্ধু বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হয়ে জওহরলাল নেহরুও ‘দিল্লি দূর নেহি’ ছবিতে অভিনয় করেছিলেন।
‘সংগ্রাম’ ছবির শেষ দৃশ্যে সেনাবাহিনী স্যালুট দেবে আর শেখ মুজিব তা গ্রহণ করবেন। এ রকম ছিল দৃশ্যটা। অভিনেতা খসরু ও চাষী নজরুল গেলেন বঙ্গবন্ধুর কাছে। খসরু বলল, ‘আপনার কাছে একটা কাজে আইছি।’
‘কী কাজ?’
‘মার্চপাস্টের একটা দৃশ্য করব। আপনি স্যালুট নিবেন।’
বঙ্গবন্ধু বললেন, ‘চুপ! আমি ফিল্মে অ্যাকটিং করব না।’
খসরু বললেন, ‘এইটা তো অ্যাকটিং হইল না। আপনি এইটা না করলে সিনেমা শেষ হবে না।’
বঙ্গবন্ধু বললেন, ‘মান্নান রে ডাক।’
মান্নান মানে আবদুল মান্নান, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে খসরু সব খুলে বললেন। তারপর বললেন, ‘বঙ্গবন্ধু যদি জিজ্ঞেস করে অ্যাকটিং করা যায় কি না, আপনি বলবেন, করা যায়।’ স্বরাষ্ট্রমন্ত্রী তা-ই করলেন।
এরপর পিলখানায় কাজটা করা হয়। সে সময় সফিউল্লাহ, জিয়াউর রহমান, খালেদ মোশাররফসহ সবাই বঙ্গবন্ধুর পেছনে লাইন ধরে বসা ছিলেন।
একসময় বঙ্গবন্ধু স্যালুট গ্রহণ করতে করতে বললেন, ‘অ্যাই! কতক্ষণ হাত তুইলা রাখব রে?’
ততক্ষণে দৃশ্যধারণ শেষ।
সূত্র: জাহীদ রেজা নূর, চাষী নজরুল ইসলামের সাক্ষাৎকার ‘চলচ্চিত্র আবার দাঁড়িয়ে যাবে’
চাষী নজরুল ইসলাম সিনেমাঅন্তঃপ্রাণ। ফতেহ লোহানীর ‘আসিয়া’ ছবিতে ছোট্ট একটা ভূমিকায় অভিনয় করার কথা ছিল। কিন্তু ফতেহ লোহানীর নির্দেশে তিনি হয়ে গেলেন ছবির সহকারী পরিচালক। সেই থেকে শুরু। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রথম ছবি চাষীর। ‘ওরা ১১ জন’ নামের সেই ছবিতে যাঁরা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন, তাঁদের সবাই ছিলেন মুক্তিযোদ্ধা, আগে কখনো অভিনয় করেননি।
তবে চাষী নজরুল ইসলামের জীবনের একটি অবিস্মরণীয় ঘটনা হলো, তিনি তাঁর ‘সংগ্রাম’ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিয়েও অভিনয় করিয়েছেন। তখন বঙ্গবন্ধু বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হয়ে জওহরলাল নেহরুও ‘দিল্লি দূর নেহি’ ছবিতে অভিনয় করেছিলেন।
‘সংগ্রাম’ ছবির শেষ দৃশ্যে সেনাবাহিনী স্যালুট দেবে আর শেখ মুজিব তা গ্রহণ করবেন। এ রকম ছিল দৃশ্যটা। অভিনেতা খসরু ও চাষী নজরুল গেলেন বঙ্গবন্ধুর কাছে। খসরু বলল, ‘আপনার কাছে একটা কাজে আইছি।’
‘কী কাজ?’
‘মার্চপাস্টের একটা দৃশ্য করব। আপনি স্যালুট নিবেন।’
বঙ্গবন্ধু বললেন, ‘চুপ! আমি ফিল্মে অ্যাকটিং করব না।’
খসরু বললেন, ‘এইটা তো অ্যাকটিং হইল না। আপনি এইটা না করলে সিনেমা শেষ হবে না।’
বঙ্গবন্ধু বললেন, ‘মান্নান রে ডাক।’
মান্নান মানে আবদুল মান্নান, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে খসরু সব খুলে বললেন। তারপর বললেন, ‘বঙ্গবন্ধু যদি জিজ্ঞেস করে অ্যাকটিং করা যায় কি না, আপনি বলবেন, করা যায়।’ স্বরাষ্ট্রমন্ত্রী তা-ই করলেন।
এরপর পিলখানায় কাজটা করা হয়। সে সময় সফিউল্লাহ, জিয়াউর রহমান, খালেদ মোশাররফসহ সবাই বঙ্গবন্ধুর পেছনে লাইন ধরে বসা ছিলেন।
একসময় বঙ্গবন্ধু স্যালুট গ্রহণ করতে করতে বললেন, ‘অ্যাই! কতক্ষণ হাত তুইলা রাখব রে?’
ততক্ষণে দৃশ্যধারণ শেষ।
সূত্র: জাহীদ রেজা নূর, চাষী নজরুল ইসলামের সাক্ষাৎকার ‘চলচ্চিত্র আবার দাঁড়িয়ে যাবে’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫