টাঙ্গাইলে কয়েকটি দৃশ্যের শুটিং শেষে গত ২৮ সেপ্টেম্বর জামালপুরে শুরু হয়েছিল ‘গলুই’ ছবির শুটিং। অক্টোবরজুড়ে শুটিং করেছেন শাকিব খান। টানা ৩৫ দিনের শুটিং শেষে শনিবার ঢাকায় ফিরেছেন তিনি। ‘গলুই’ ছবিতে শাকিব খানের নায়িকা হয়েছেন পূজা চেরি। তিনিও ফিরেছেন ঢাকায়। নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে এটাই তাঁর প্রথম কাজ।
২০২০-২১ অর্থবছরের অনুদান পাওয়া ছবি ‘গলুই’। পরিচালনা করছেন এস এ হক অলিক। গতকাল রোববার তিনি জানান, শাকিব খান ও পূজার শুটিং শেষ। তাঁরা শনিবার ঢাকায় ফিরেছেন। আর তিন দিন কাজ করলে ছবির পুরো শুটিং শেষ হবে। জামালপুরেই এই তিন দিনের শুটিংয়ে থাকছেন সুচরিতা, সুব্রতসহ অনেকেই।
জামালপুরের দুর্গম এলাকায় শুটিং হয়েছে ‘গলুই’র। টানা ৩৫ দিন সেখানেই ছিলেন শাকিব। মাঝে একবার বিশেষ প্রয়োজনে কয়েক ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন। এ ছাড়া, বিরামহীন শুটিং করেছেন। ঢাকায় ফিরে শাকিব জানিয়েছেন, ‘এখনো “গলুই”র ঘোরে আছি। লালু চরিত্র থেকে বের হতে আরো কয়েকদিন সময় লাগবে।’ ছবিতে শাকিব অভিনয় করেছেন লালু মাঝি আর তাঁর নায়িকা পূজা চেরি অভিনয় করেছেন মালা চরিত্রে।
আশপাশের গ্রাম থেকে আসা মানুষের ঢল নেমেছিল ছবির শুটিং দেখতে। শুটিং স্পটের আশপাশেই অস্থায়ী দোকানপাট বসে যায়। যেন কোনো মেলা শুরু হয়েছে। শাকিব খান বলেন, ‘আমার অভিনয়জীবনে শুটিংয়ে এত মানুষের ভিড় দেখিনি। এই ভিড় সামলেই শুটিং করতে হয়েছে আমাদের। মানুষের ভিড় ঠেকাতে প্রশাসন সহযোগিতা করেছে। স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেছেন।’
পরিচালক এস এ হক অলিক বলেন, ‘ছবির সম্পাদনা, ডাবিং ও কালার কারেকশন দেশেই করব। সব ঠিকঠাক থাকলে বিশেষ কোনো দিন ঠিক করে আগামী বছর ছবি মুক্তি দেব। ছবিটি নিয়ে আমি আশাবাদী। সবচেয়ে বড় ব্যাপার, আমি যেমনটা চেয়েছিলাম, গ্রাম-বাংলাকে নতুন করে ফুটিয়ে তুলব ছবির মাধ্যমে, সেটা করতে পেরেছি। অনেক সময় শুটিংয়ের আগে যে প্ল্যানিং থাকে সেটা ঠিকভাবে হয় না। কিন্তু আমি মনের মতোই শুটিং করতে পেরেছি।’
নৌকার গলুই থেকেই ছবির নামকরণ হয়েছে ‘গলুই’। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।
এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে ফিরেছেন হাবিব ওয়াহিদ। তাঁর সুর, সংগীত ও কণ্ঠে দুটি গান থাকছে ছবিতে। যার একটি লিখেছেন এস এ হক অলিক, আরেকটি সোহেল আরমান।
টাঙ্গাইলে কয়েকটি দৃশ্যের শুটিং শেষে গত ২৮ সেপ্টেম্বর জামালপুরে শুরু হয়েছিল ‘গলুই’ ছবির শুটিং। অক্টোবরজুড়ে শুটিং করেছেন শাকিব খান। টানা ৩৫ দিনের শুটিং শেষে শনিবার ঢাকায় ফিরেছেন তিনি। ‘গলুই’ ছবিতে শাকিব খানের নায়িকা হয়েছেন পূজা চেরি। তিনিও ফিরেছেন ঢাকায়। নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে এটাই তাঁর প্রথম কাজ।
২০২০-২১ অর্থবছরের অনুদান পাওয়া ছবি ‘গলুই’। পরিচালনা করছেন এস এ হক অলিক। গতকাল রোববার তিনি জানান, শাকিব খান ও পূজার শুটিং শেষ। তাঁরা শনিবার ঢাকায় ফিরেছেন। আর তিন দিন কাজ করলে ছবির পুরো শুটিং শেষ হবে। জামালপুরেই এই তিন দিনের শুটিংয়ে থাকছেন সুচরিতা, সুব্রতসহ অনেকেই।
জামালপুরের দুর্গম এলাকায় শুটিং হয়েছে ‘গলুই’র। টানা ৩৫ দিন সেখানেই ছিলেন শাকিব। মাঝে একবার বিশেষ প্রয়োজনে কয়েক ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন। এ ছাড়া, বিরামহীন শুটিং করেছেন। ঢাকায় ফিরে শাকিব জানিয়েছেন, ‘এখনো “গলুই”র ঘোরে আছি। লালু চরিত্র থেকে বের হতে আরো কয়েকদিন সময় লাগবে।’ ছবিতে শাকিব অভিনয় করেছেন লালু মাঝি আর তাঁর নায়িকা পূজা চেরি অভিনয় করেছেন মালা চরিত্রে।
আশপাশের গ্রাম থেকে আসা মানুষের ঢল নেমেছিল ছবির শুটিং দেখতে। শুটিং স্পটের আশপাশেই অস্থায়ী দোকানপাট বসে যায়। যেন কোনো মেলা শুরু হয়েছে। শাকিব খান বলেন, ‘আমার অভিনয়জীবনে শুটিংয়ে এত মানুষের ভিড় দেখিনি। এই ভিড় সামলেই শুটিং করতে হয়েছে আমাদের। মানুষের ভিড় ঠেকাতে প্রশাসন সহযোগিতা করেছে। স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেছেন।’
পরিচালক এস এ হক অলিক বলেন, ‘ছবির সম্পাদনা, ডাবিং ও কালার কারেকশন দেশেই করব। সব ঠিকঠাক থাকলে বিশেষ কোনো দিন ঠিক করে আগামী বছর ছবি মুক্তি দেব। ছবিটি নিয়ে আমি আশাবাদী। সবচেয়ে বড় ব্যাপার, আমি যেমনটা চেয়েছিলাম, গ্রাম-বাংলাকে নতুন করে ফুটিয়ে তুলব ছবির মাধ্যমে, সেটা করতে পেরেছি। অনেক সময় শুটিংয়ের আগে যে প্ল্যানিং থাকে সেটা ঠিকভাবে হয় না। কিন্তু আমি মনের মতোই শুটিং করতে পেরেছি।’
নৌকার গলুই থেকেই ছবির নামকরণ হয়েছে ‘গলুই’। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।
এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে ফিরেছেন হাবিব ওয়াহিদ। তাঁর সুর, সংগীত ও কণ্ঠে দুটি গান থাকছে ছবিতে। যার একটি লিখেছেন এস এ হক অলিক, আরেকটি সোহেল আরমান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪