Ajker Patrika

ফুল দেওয়ার সময় বিশৃঙ্খলা, বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৪: ২১
ফুল দেওয়ার সময় বিশৃঙ্খলা, বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এক সংগঠনের পর আরেক সংগঠনের ক্রমের ব্যত্যয় ঘটলে সেখানে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। এ ঘটনায় একাধিক সংগঠন বিক্ষোভ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা ‘মরণ সাগর’ স্মৃতিসৌধে জড়ো হন।

এ সময় শিক্ষক সংগঠনের আগেই কয়েকটি সংগঠনকে পুষ্পস্তবক অর্পণের জন্য ডাকা হয় বলে অভিযোগ ওঠে। এতে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস সঞ্চালনা বাদ দিয়ে স্মৃতিসৌধস্থল ত্যাগ করেন। কিছু সংগঠনও বেদিতে পুষ্পস্তবক অর্পণ না করে চলে যায়। ছাত্রলীগের নির্দেশনায় পরে পুষ্পস্তবক অর্পণ চলে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুবাদ চন্দ্র দাস বলেন, জাতীয় দিবস উদ্‌যাপন কমিটির অনুরোধেই আমি সঞ্চালনা করেছি। কিছু ভুল হলেও আমাকে জানাতে পারত। আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে।

এদিকে বিশৃঙ্খলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট বিক্ষোভ মিছিল বের করে। পরে প্রক্টর কার্যালয়ের সামনে ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর পরিস্থিতি শান্ত করেন।

বিক্ষোভে বক্তারা এর দায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, অনেকগুলো সংগঠন একসঙ্গে ফুল দিতে আসায় কিছুটা সমস্যা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত