মুরাদনগর প্রতিনিধি
গতকাল বুধবার বিকেলে ভুক্তভোগী ১২ জন প্রশিক্ষণার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশের কাছে ওই লিখিত অভিযোগ দেন। ইউএনও অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় মহিলা সংস্থার আওতাধীন ২০২১-২২ অর্থবছরে ‘তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক ক্ষমতায়ন নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’র অধীনে বিজনেস ম্যানেজমেন্ট, ই-কমার্স, ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্টে প্রশিক্ষণ দেওয়া হয় ২৮৯ জনকে। গত ১৪ মার্চ এ প্রশিক্ষণ সম্পন্ন হওয়া নারীদের মধ্যে ৪০ দিনের প্রশিক্ষণার্থীদের ভাতা ধার্য ছিল ৬ হাজার এবং ৮০ দিনের প্রশিক্ষণার্থীদের জন্য ১২ হাজার টাকা। কিন্তু প্রশিক্ষণ শেষে টাকার চেক আনতে গেলেই মহিলা সংস্থার চেয়ারম্যান শাহীন আক্তার মায়াকে দিতে হয় ২ হাজার থেকে ৪ হাজার টাকা। তা ছাড়া প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন অজুহাতে ১০০ থেকে ৩০০ টাকা নিতেন অফিস খরচ দেখিয়ে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত চেয়ারম্যানের চাহিদামতো টাকা না দেওয়ায় প্রায় ১৮০ জনের ভাতার চেক এখনো হস্তান্তর করছে না। এই বিষয়ে কয়েকজন প্রশিক্ষণার্থী তাঁর সঙ্গে কথা বলতে গেলে হুমকি দিয়ে তাঁদের অফিস থেকে তাড়িয়ে দেন মায়া।
এই বিষয়ে প্রশিক্ষণার্থী রোকসানা খাতুন, তানজিনা আক্তার, খাদিজা আক্তার ও মঞ্জু বেগম জানান, একসঙ্গে ৪০ দিনের প্রশিক্ষণ নিয়েছি ৮৯ জন ও ৮০ দিনের প্রশিক্ষণ নিয়েছে ২০০ জন। তাঁদের থেকে চেয়ারম্যান মায়া অগ্রিম ২ হাজার করে টাকা নিয়েছেন। আর যারা ৮০ দিনের প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের প্রত্যেককে ৪ হাজার টাকা করে অগ্রিম জমা দিতে বলেছেন। তবেই তিনি সবাইকে ১২ হাজার টাকা করে চেক প্রদান করবেন। আমরা অনেকেই টাকা দিতে রাজি না হওয়ায় চেয়ারম্যান নানাভাবে হুমকি-ধমকি দিয়ে বলছেন, ‘যাঁরা টাকা দিবি না, তাগরে ইয়াবা দিয়া ধরাইয়া দিমু। তখন বুজবি মজা।’
অভিযুক্ত শাহীন আক্তার মায়া বলেন, ‘আমি কারও কাছ থেকে টাকা নিইনি। কেউ নিয়ে থাকলে আমার তা জানা নেই। ২০১০ সাল থেকে আমি এই চেয়ারে আছি। এখন পর্যন্ত আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনার সাহস কারও হয়নি।’
ইউএনও অভিষেক দাশ বলেন, ‘প্রশিক্ষণার্থীদের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’
বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব বলেন, ‘প্রশিক্ষণার্থীর কাছ থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
গতকাল বুধবার বিকেলে ভুক্তভোগী ১২ জন প্রশিক্ষণার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশের কাছে ওই লিখিত অভিযোগ দেন। ইউএনও অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় মহিলা সংস্থার আওতাধীন ২০২১-২২ অর্থবছরে ‘তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক ক্ষমতায়ন নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’র অধীনে বিজনেস ম্যানেজমেন্ট, ই-কমার্স, ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্টে প্রশিক্ষণ দেওয়া হয় ২৮৯ জনকে। গত ১৪ মার্চ এ প্রশিক্ষণ সম্পন্ন হওয়া নারীদের মধ্যে ৪০ দিনের প্রশিক্ষণার্থীদের ভাতা ধার্য ছিল ৬ হাজার এবং ৮০ দিনের প্রশিক্ষণার্থীদের জন্য ১২ হাজার টাকা। কিন্তু প্রশিক্ষণ শেষে টাকার চেক আনতে গেলেই মহিলা সংস্থার চেয়ারম্যান শাহীন আক্তার মায়াকে দিতে হয় ২ হাজার থেকে ৪ হাজার টাকা। তা ছাড়া প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন অজুহাতে ১০০ থেকে ৩০০ টাকা নিতেন অফিস খরচ দেখিয়ে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত চেয়ারম্যানের চাহিদামতো টাকা না দেওয়ায় প্রায় ১৮০ জনের ভাতার চেক এখনো হস্তান্তর করছে না। এই বিষয়ে কয়েকজন প্রশিক্ষণার্থী তাঁর সঙ্গে কথা বলতে গেলে হুমকি দিয়ে তাঁদের অফিস থেকে তাড়িয়ে দেন মায়া।
এই বিষয়ে প্রশিক্ষণার্থী রোকসানা খাতুন, তানজিনা আক্তার, খাদিজা আক্তার ও মঞ্জু বেগম জানান, একসঙ্গে ৪০ দিনের প্রশিক্ষণ নিয়েছি ৮৯ জন ও ৮০ দিনের প্রশিক্ষণ নিয়েছে ২০০ জন। তাঁদের থেকে চেয়ারম্যান মায়া অগ্রিম ২ হাজার করে টাকা নিয়েছেন। আর যারা ৮০ দিনের প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের প্রত্যেককে ৪ হাজার টাকা করে অগ্রিম জমা দিতে বলেছেন। তবেই তিনি সবাইকে ১২ হাজার টাকা করে চেক প্রদান করবেন। আমরা অনেকেই টাকা দিতে রাজি না হওয়ায় চেয়ারম্যান নানাভাবে হুমকি-ধমকি দিয়ে বলছেন, ‘যাঁরা টাকা দিবি না, তাগরে ইয়াবা দিয়া ধরাইয়া দিমু। তখন বুজবি মজা।’
অভিযুক্ত শাহীন আক্তার মায়া বলেন, ‘আমি কারও কাছ থেকে টাকা নিইনি। কেউ নিয়ে থাকলে আমার তা জানা নেই। ২০১০ সাল থেকে আমি এই চেয়ারে আছি। এখন পর্যন্ত আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনার সাহস কারও হয়নি।’
ইউএনও অভিষেক দাশ বলেন, ‘প্রশিক্ষণার্থীদের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’
বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব বলেন, ‘প্রশিক্ষণার্থীর কাছ থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪