Ajker Patrika

টিকার লাইনে গাদাগাদি

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৫৯
টিকার লাইনে গাদাগাদি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জন্মদিন উপলক্ষে করোনার গণটিকা দেওয়া হয়েছে রাজবাড়ীতে। তবে এ দিন টিকা নিতে আসা মানুষের মাঝে ছিল না করোনার সচেতনতা। গতকাল মঙ্গলবার সকালে এই গণটিকা কার্যক্রম শুরু হয়।

সরেজমিনে সদর উপজেলার আলাদিপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে রয়েছে টিকা গ্রহীতার ভিড়। লাইনে দাঁড়িয়ে আছেন বিভিন্ন বয়সী মানুষ। গাদাগাদি করে টিকার জন্য অপেক্ষা করছেন নিবন্ধনকারীরা। অনেকের মুখে নেই মাস্ক, মানা হচ্ছে না স্বাস্থ‍্যবিধি। ইউপি চেয়ারম্যান হ‍্যান্ড মাইকে টিকা নিতে আসা মানুষকে সচেতন করতে মাইকিং করছেন স্বাস্থ‍্যবিধি মেনে টিকা নেওয়ার জন‍্য। এরপরও মানুষ ইউপি চেয়ারম্যানের কথা তোয়াক্কা না করেই গাদাগাদি করে দাঁড়িয়ে থাকছেন। ফলে সুরক্ষা নিতে আসা মানুষেরা সংক্রমিত হওয়ার ঝুঁকির মধ্যেই টিকা নেন।

রাহেলা বেগম নামের একজন বলেন, ‘শাশুড়িকে টিকা দিতে এসেছি। দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি টিকার জন্য। মানুষের প্রচুর ভিড়। এখানে কেউ স্বাস্থ‍্যবিধি মানছেন না। অনেকের মুখে মাস্ক নেই।’

ইয়াছিন মোল্লা নামের আরেকজন বলেন, ‘সুরক্ষার জন‍্য টিকা নিতে আসা। অথচ স্বাস্থ‍্যবিধির বালাই নেই এখানে। গা ঘেঁষাঘেঁষি করেই লাইনে দাঁড়িয়ে টিকা নিতে হচ্ছে। এতে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে পড়তে হয়েছে।’

আলাদিপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্র দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য সহকারী রবিউল আলম বলেন, ‘এই ইউনিয়নে ১২০০ মানুষকে করোনার টিকা দেওয়া হচ্ছে। টিকাদানকারী কর্মীরা স্বাস্থ্যবিধি মেনেই টিকা দেন।’

আলাদিপুর ইউপি চেয়ারম্যান মো. শওকত হাসান বলেন, ‘মানুষ সচেতন না। সকাল থেকে শুরু করে টিকার শেষ সময় পর্যন্ত সচেতন করতে হ‍্যান্ড মাইক দিয়ে স্বাস্থ‍্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে টিকা নিতে বলেছি। এরপরও সবাই আগেভাগে টিকা নেওয়ার জন্য হুড়োহুড়ি করছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত