Ajker Patrika

‘জেলা পরিষদ নির্বাচন জরুরি’

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১২: ৫৪
‘জেলা পরিষদ নির্বাচন জরুরি’

অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে জেলা পরিষদ চালানো হলে তাঁদের মধ্যে জবাবদিহি, স্বচ্ছতা ও দায়বদ্ধতার ঘাটতি থাকে বলে মন্তব্য করেছেন রাঙামাটি সংসদীয় আসনের সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, চুক্তি পুরোপুরি বাস্তবায়ন হয়নি, এটি সত্য কথা। ২৪ বছরে এসে এ কথা ভাবা সত্যি কষ্টকর। এ জন্য জেলা পরিষদগুলোর নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে গঠন হয় তিন (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। তিন পরিষদের কার্যক্রম পর্যবেক্ষণ করে পার্বত্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। জেলা পরিষদগুলো পরিচালিত হবে নির্বাচিত জনপ্রতিনিধি দিয়ে।

জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের ভোটে গঠিত হবে আঞ্চলিক পরিষদ। কিন্তু ২৪ বছর ধরে মনোনীত ব্যক্তি দিয়ে চলছে জেলা পরিষদ। হচ্ছে না পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদও। জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য শিক্ষাবিদ নিরূপণ দেওয়ান বলেন, ‘পার্বত্য জেলা পরিষদ পাহাড়ের জন্য একেকটি মিনি পার্লামেন্ট। কিন্তু এগুলো পরিচালিত হচ্ছে মনোনীত দলীয় ব্যক্তি দিয়ে। এ পরিষদের কাছে জনগণ নয়, দলই প্রাধান্য পায়। এ পরিষদগুলোর নির্বাচন না হওয়ায় পাহাড়ের মানুষ রাজনৈতিক তথা ভোটাধিকার থেকে বঞ্চিত।’

পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গৌতম দেওয়ান বলেন, ‘২৪ বছরে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম। যে দল ক্ষমতায় আসে, সে দলের লোক বসে জেলা পরিষদে, তাহলে সাধারণ মানুষের অংশগ্রহণ কই? পাহাড়ের মানুষ তো অধিকার থেকে বঞ্চিত।’

রাঙামাটি জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা আজকের পত্রিকাকে বলেন, জেলা পরিষদে অনেকগুলো ভালো বিভাগ হস্তান্তর করা হয়েছে, কিন্তু এগুলো পরিচালনার জন্য জনবলের ঘাতটি রয়ে গেছে। যতগুলো বিভাগ পরিষদের হাতে হস্তান্তর করা হয়েছে, এগুলো সঠিকভাবে পরিচালনার জন্য জনবল দরকার। এ ছাড়া শক্তিশালী জেলা পরিষদ দরকার, কিন্তু সেটি নেই। এ কারণে পরিষদ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত