Ajker Patrika

কমিটি নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা আহত বাবা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৫
কমিটি নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা  আহত বাবা

ময়মনসিংহের সদরে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার চর সিরতা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম মুদিদোকানি। তবে এ ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মসজিদ কমিটি ও মসজিদের জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব দেখা দেয়। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে রফিকুল ইসলাম স্থানীয় একটি বাজারে দোকানে বেচাকেনা করছিলেন। এ সময় হঠাৎ প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দোকানে রফিকুল ইসলামের ওপর হামলা চালান। বিষয়টি দেখে রফিকুল ইসলামের বাবা আলী আকবর ও স্থানীয়রা তাঁকে রক্ষা করতে এলে তাঁদের পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রফিকুল ইসলাম মারা যান।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। তবে এখনো কাউকে আটক সম্ভব হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত