Ajker Patrika

অবশেষে মুক্তি পেছাতেই হলো

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৯: ০১
অবশেষে মুক্তি পেছাতেই হলো

ভারতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে দিল্লির সব সিনেমা হল বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। এমন পরিস্থিতিতে ‘বাহুবলী’ খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির নতুন ছবি ‘আরআরআর’ পড়েছে বিপাকে। দুই দিন আগেও জানানো হয়েছিল, নির্দিষ্ট সময়েই অর্থাৎ ৭ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। কিন্তু গতকাল তেলুগুর একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে মুক্তির তারিখ।

ভারতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ছবি ‘আরআরআর’। এই ছবি বিপুলসংখ্যক দর্শককে আবার হলমুখী করবে বলে আশাবাদ ছিল ছবি-সংশ্লিষ্টদের। কিন্তু এখন মুক্তি পিছিয়ে দেওয়ায় ছবিটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হবে— এ নিয়ে কোনো সন্দেহ নেই।

বক্স অফিস ফ্রিক জানিয়েছে, আগের রাইটস থেকে ৬০ শতাংশ কেটে নতুন চুক্তিতে যেতে চাচ্ছেন অন্ধ্র প্রদেশের পরিবেশকেরা। কারণ টিকিটের মূল্য সেখানে কমেছে। তাঁরা লোকসানের ঝুঁকি নিতে চাচ্ছেন না। এতে এক অন্ধ্র প্রদেশেই ১০০ কোটির মতো ছবির রাইটস কমবে। অন্যদিকে বলিউডের বাজার এখন ভালো নয়। তার ওপর দিল্লির সিনেমা হল বন্ধ। এই ছবির হিন্দি রাইটস রেকর্ড পরিমাণ (১৪০ কোটি রুপি)। মানে হিট হতেই হিন্দিতে প্রায় ২৮০ কোটি রুপি আয় লাগবে। এখন পরিবেশকেরা ২৫ কোটির মতো দিতে চাচ্ছেন। মানে আগের রাইটস থেকে ৮০-৮৫ শতাংশ কমেছে।

এদিকে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ুতে ৫০ শতাংশ দর্শক নিয়ে চলছে সিনেমা হলগুলো। তাই সেখানেও মুক্তি দিতে চাচ্ছেন না পরিবেশকেরা। বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, এই সময়ে মুক্তি দিলে আরআরআর-কে কমপক্ষে ২৫০ কোটি রুপির ক্ষতি বইতে হবে।

ছবির বাজেট ইতিমধ্যে ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। কয়েক সপ্তাহ ধরে ভারতজুড়ে তুমুল প্রচারণা চলছে। তাতেও বিপুল অর্থ খরচ হয়েছে। এত প্রমোশনের পর এখন মুক্তি পিছিয়ে দেওয়ায় বাজেট আরও বাড়বে। সব মিলে উভয় সংকটে পড়ে ‘আরআরআর’ নির্মাতা এস এস রাজামৌলি শেষ পর্যন্ত মুক্তি পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন।

‘আরআরআর’ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআর। তাঁদের সঙ্গে থাকছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত