ভারতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে দিল্লির সব সিনেমা হল বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। এমন পরিস্থিতিতে ‘বাহুবলী’ খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির নতুন ছবি ‘আরআরআর’ পড়েছে বিপাকে। দুই দিন আগেও জানানো হয়েছিল, নির্দিষ্ট সময়েই অর্থাৎ ৭ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। কিন্তু গতকাল তেলুগুর একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে মুক্তির তারিখ।
ভারতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ছবি ‘আরআরআর’। এই ছবি বিপুলসংখ্যক দর্শককে আবার হলমুখী করবে বলে আশাবাদ ছিল ছবি-সংশ্লিষ্টদের। কিন্তু এখন মুক্তি পিছিয়ে দেওয়ায় ছবিটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হবে— এ নিয়ে কোনো সন্দেহ নেই।
বক্স অফিস ফ্রিক জানিয়েছে, আগের রাইটস থেকে ৬০ শতাংশ কেটে নতুন চুক্তিতে যেতে চাচ্ছেন অন্ধ্র প্রদেশের পরিবেশকেরা। কারণ টিকিটের মূল্য সেখানে কমেছে। তাঁরা লোকসানের ঝুঁকি নিতে চাচ্ছেন না। এতে এক অন্ধ্র প্রদেশেই ১০০ কোটির মতো ছবির রাইটস কমবে। অন্যদিকে বলিউডের বাজার এখন ভালো নয়। তার ওপর দিল্লির সিনেমা হল বন্ধ। এই ছবির হিন্দি রাইটস রেকর্ড পরিমাণ (১৪০ কোটি রুপি)। মানে হিট হতেই হিন্দিতে প্রায় ২৮০ কোটি রুপি আয় লাগবে। এখন পরিবেশকেরা ২৫ কোটির মতো দিতে চাচ্ছেন। মানে আগের রাইটস থেকে ৮০-৮৫ শতাংশ কমেছে।
এদিকে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ুতে ৫০ শতাংশ দর্শক নিয়ে চলছে সিনেমা হলগুলো। তাই সেখানেও মুক্তি দিতে চাচ্ছেন না পরিবেশকেরা। বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, এই সময়ে মুক্তি দিলে আরআরআর-কে কমপক্ষে ২৫০ কোটি রুপির ক্ষতি বইতে হবে।
ছবির বাজেট ইতিমধ্যে ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। কয়েক সপ্তাহ ধরে ভারতজুড়ে তুমুল প্রচারণা চলছে। তাতেও বিপুল অর্থ খরচ হয়েছে। এত প্রমোশনের পর এখন মুক্তি পিছিয়ে দেওয়ায় বাজেট আরও বাড়বে। সব মিলে উভয় সংকটে পড়ে ‘আরআরআর’ নির্মাতা এস এস রাজামৌলি শেষ পর্যন্ত মুক্তি পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন।
‘আরআরআর’ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআর। তাঁদের সঙ্গে থাকছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেকে।
ভারতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে দিল্লির সব সিনেমা হল বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। এমন পরিস্থিতিতে ‘বাহুবলী’ খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির নতুন ছবি ‘আরআরআর’ পড়েছে বিপাকে। দুই দিন আগেও জানানো হয়েছিল, নির্দিষ্ট সময়েই অর্থাৎ ৭ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। কিন্তু গতকাল তেলুগুর একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে মুক্তির তারিখ।
ভারতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ছবি ‘আরআরআর’। এই ছবি বিপুলসংখ্যক দর্শককে আবার হলমুখী করবে বলে আশাবাদ ছিল ছবি-সংশ্লিষ্টদের। কিন্তু এখন মুক্তি পিছিয়ে দেওয়ায় ছবিটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হবে— এ নিয়ে কোনো সন্দেহ নেই।
বক্স অফিস ফ্রিক জানিয়েছে, আগের রাইটস থেকে ৬০ শতাংশ কেটে নতুন চুক্তিতে যেতে চাচ্ছেন অন্ধ্র প্রদেশের পরিবেশকেরা। কারণ টিকিটের মূল্য সেখানে কমেছে। তাঁরা লোকসানের ঝুঁকি নিতে চাচ্ছেন না। এতে এক অন্ধ্র প্রদেশেই ১০০ কোটির মতো ছবির রাইটস কমবে। অন্যদিকে বলিউডের বাজার এখন ভালো নয়। তার ওপর দিল্লির সিনেমা হল বন্ধ। এই ছবির হিন্দি রাইটস রেকর্ড পরিমাণ (১৪০ কোটি রুপি)। মানে হিট হতেই হিন্দিতে প্রায় ২৮০ কোটি রুপি আয় লাগবে। এখন পরিবেশকেরা ২৫ কোটির মতো দিতে চাচ্ছেন। মানে আগের রাইটস থেকে ৮০-৮৫ শতাংশ কমেছে।
এদিকে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ুতে ৫০ শতাংশ দর্শক নিয়ে চলছে সিনেমা হলগুলো। তাই সেখানেও মুক্তি দিতে চাচ্ছেন না পরিবেশকেরা। বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, এই সময়ে মুক্তি দিলে আরআরআর-কে কমপক্ষে ২৫০ কোটি রুপির ক্ষতি বইতে হবে।
ছবির বাজেট ইতিমধ্যে ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। কয়েক সপ্তাহ ধরে ভারতজুড়ে তুমুল প্রচারণা চলছে। তাতেও বিপুল অর্থ খরচ হয়েছে। এত প্রমোশনের পর এখন মুক্তি পিছিয়ে দেওয়ায় বাজেট আরও বাড়বে। সব মিলে উভয় সংকটে পড়ে ‘আরআরআর’ নির্মাতা এস এস রাজামৌলি শেষ পর্যন্ত মুক্তি পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন।
‘আরআরআর’ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআর। তাঁদের সঙ্গে থাকছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেকে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪