Ajker Patrika

জমি বিরোধে মারধর বাবা ছেলে আহত

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৫: ৫৩
জমি বিরোধে মারধর বাবা ছেলে আহত

পাইকগাছায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে পিতা শাহাবুদ্দীন সরদার ও পুত্র রাকিব হোসেন আহত হয়েছেন। আহতদের এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জানা গেছে, উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে শাহাবুদ্দীন সরদারের সঙ্গে প্রতিবেশী মিজানুর সরদারের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। গত সোমবার বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষ মিজানুরেরা জোর করে ঘর বাঁধার সময় শাহাবুদ্দীনের মা বাঁধা দেয়। কিন্তু তাঁরা বাঁধা না মেনে ঘর নির্মাণ করতে থাকে।

শাহাবুদ্দীনের ছেলে ও মামলার বাদী বিল্লাল হোসেন বলেন, ‘আমার পিতা ও ভাইয়েরা বাড়ি না থাকার সুযোগে এ ঘর বাঁধা শুরু করে। আমরা প্রতিপক্ষ মিজানের কাছে সন্ধ্যার সময় গজালিয়া বাজার মোড়ে বিষয়টি জিজ্ঞেস করলে হাসানুজ্জামানের নির্দেশে তাঁরা আমার পিতা শাহাবুদ্দী সরদার ও ভাই রাকিব হোসেনকে পিটিয়ে আহত করে ঘরে আটকে রাখে।’

তিনি আরও বলেন, ‘পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাঁদের উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে প্রতিপক্ষ ও মামলার ২ নম্বর আসামি মো. রশীদ মোল্লাকে (৫২) আটক করে।’

এ বিষয়ে টিএম হাসানুজ্জামান বলেন, ‘মিজানুর সরদার আমার আত্মীয়। এখনে কোনো মারামারির ঘটনা ঘটেনি বা আমি এসবের সঙ্গে সম্পৃক্তও না। অহেতুক আমার নামে মামলা করেছে।’

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনা স্থল থেকে রশিদ মোল্লাকে আটক করে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত