Ajker Patrika

মঞ্চে আসছে ‘স্বর্ণময়ী’

মঞ্চে আসছে ‘স্বর্ণময়ী’

বারো ভূঁইয়ার অন্যতম ভূঁইয়া ঈশা খাঁর দ্বিতীয় স্ত্রী স্বর্ণময়ী। সনাতন ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে ঈশা খাঁকে বিয়ে করেছিলেন তিনি। স্বর্ণময়ী ও ঈশা খাঁর প্রেমের উপাখ্যান নিয়ে মঞ্চে আসছে নাট্যধারার নতুন নাটক ‘স্বর্ণময়ী’। ৪ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চায়ন হবে নাট্যধারার ২৮তম প্রযোজনা ‘স্বর্ণময়ী’। গাজী রহিসুল ইসলাম তমালের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন লিটু সাখাওয়াত।

‘স্বর্ণময়ী’র উদ্বোধনী মঞ্চায়নে উপস্থিত থাকবেন নাট্যজন আতাউর রহমান এবং বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম। এ ছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশ ও ভারতের নাট্যজনেরা। নির্দেশক লিটু সাখাওয়াত বলেন, ‘স্বর্ণময়ী ও ঈশা খাঁর মাঝে আদৌ কোনো প্রেম ছিল কি না, তা খুঁজতে গিয়ে এই নাটকে প্রেমের অধিক প্রকট হয়েছে সাম্প্রদায়িক দ্বন্দ্ব ও সংঘাত। যে দ্বন্দ্ব-সংঘাত এখনো সমাজে বর্তমান। একজন নির্দেশক হিসেবে এ বিষয়টিই আমাকে বেশি টেনেছে।’

এই নাটকের মাধ্যমে নাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করছেন তরুণ নাট্যকর্মী গাজী রহিসুল ইসলাম তমাল। ‘স্বর্ণময়ী’ নাটকের লাইট ও সেট ডিজাইন করেছেন হেনরি পলাশ সেন। মিউজিক করেছেন এজাজ ফারাহ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াদ, দীপান্বিতা, তমাল, পারভেজ, মাহবুব, লিটু, রফিকুল, ছন্দা, রুবেল, হাফসা, হাসিব, বায়েজিদ, অংকন ও রাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত