Ajker Patrika

২৭ বছর পর একসঙ্গে আফজাল-তুষার

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৭: ০৩
২৭ বছর পর একসঙ্গে আফজাল-তুষার

২৭ বছর আগে চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাহ উদ্দিন জাকীর রচনা ও পরিচালনায় আফজাল হোসেন ও তুষার খান অভিনয় করেছিলেন দুই বন্ধুর চরিত্রে। ওটাই ছিল টিভি নাটকে দুজনের একসঙ্গে অভিনয়। ‘আকাশ কুসুম’ নামের নাটকে আফজাল হোসেন অভিনয় করেছিলেন আকাশ চরিত্রে আর কুসুম চরিত্রে ছিলেন শাবনাজ। এরপর অবশ্য আফজাল হোসেনের নির্দেশনায় কয়েকটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তুষার, তবে একসঙ্গে নাটকে অভিনয় আর হয়ে ওঠেনি।

২৭ বছর পর আবার একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন আফজাল ও তুষার। অভিনয় করলেন চ্যানেল আইয়ের ঈদের বিশেষ ধারাবাহিকে।

বেশ কয়েক বছর ধরেই চ্যানেল আইয়ের দর্শকদের জন্য আফজাল হোসেন নির্মাণ করছেন ঈদের বিশেষ নাটক ‘ছোট কাকু সিরিজ’। সেই সিরিজের এবারের পর্বে আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করেছেন তুষার খান। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে তৈরি হচ্ছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’।

এ প্রসঙ্গে জানতে চাইলে আফজাল হোসেন বলেন, ‘সিরিজের এবারের কাজটি শুরু করেছিলাম করোনার আগে। দুই দিন শুটিংও করেছিলাম। করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় শুটিং বন্ধ হয়ে গেল। দুই বছর পর আবার কাজটি শুরু করেছি। এবার যেমন স্ক্রিপ্ট হয়েছে, সেখানে গল্পের প্রয়োজনেই চরিত্র বিবেচনায় তুষার খানকে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। ভালো লাগছে, দীর্ঘদিন পর দুজন একসঙ্গে অভিনয় করতে পেরে।’

২৭ বছর পর আফজাল হোসেনের সঙ্গে একই ফ্রেমে কাজ করার অনুভূতি জানিয়ে তুষার খান বলেন, ‘ডাক্তার আমাকে নিষেধ করেছেন শুটিং করতে। কিন্তু আফজাল ভাইয়ের নির্দেশনায় এবং তাঁর সঙ্গে একই ফ্রেমে কাজ করার লোভটুকু সত্যিই সামলানো মুশকিল ছিল। তাই আবারও শুটিং করছি। খুব ভালো লাগছে। এ নাটকে আমাকে কমেডিয়ান চরিত্রে দেখা যাবে।’

এবার ঈদে চ্যানেল আইয়ে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রথম প্রথম প্রেম’ নাটকেও দেখা যাবে আফজাল হোসেনকে। আর তুষার খান জানিয়েছেন, আপাতত আরও কিছুদিন বিশ্রামে থাকতে চান তিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত