সম্পাদকীয়
মানুষের সুস্থ থাকার জন্য আমিষ খুব গুরুত্বপূর্ণ উপাদান। শরীর গঠন ও বৃদ্ধির জন্য এর কোনো বিকল্প নেই। মাছ, মাংস—বিশেষ করে ডিমের মধ্যে আমিষের পরিমাণ বেশি থাকে। বাংলাদেশে এখনো প্রতি আটজনের একজন আমিষজাতীয় খাবার খেতে পায় না।
আর আমিষের প্রধান উপাদান হলো মাছ। রাজধানীর বাজারগুলোতে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের চাষের মাছ। বাড়তি দামের কারণে স্বল্প আয়ের মানুষকে বাজার থেকে মাছ না কিনেই ঘরে ফিরতে হচ্ছে। শনিবার আজকের পত্রিকায় ‘সব মাছের দাম চড়া’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।
২০২২ সালের জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিবেদন অনুযায়ী, স্বাদুপানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। শুধু এ খাতে নয়, ১৩টি খাতে বিশ্বে বাংলাদেশ গৌরবোজ্জ্বল অবস্থান তৈরি করেছে। এসব খাতে বাংলাদেশ বিশ্বে শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে। এমন অবস্থান তৈরি করতে সরকারের নীতি-পরিকল্পনা যেমন ভূমিকা রেখেছে, তেমনি উদ্যমী সাধারণ মানুষের অবদানও কম নয়। এভাবে সবার অবদানে বাংলাদেশের অর্থনীতিতে যে উত্থান ঘটেছে, তা আজ বিশ্ববাসী দেখতে পাচ্ছে।
স্বাস্থ্যবিদদের মতে, আমিষ আমাদের খাদ্যের ছয়টি উপাদানের মধ্যে অন্যতম একটি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমিষজাতীয় খাদ্যের চাহিদাও বৃদ্ধি পেতে থাকে। বাংলাদেশের একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক আমিষ লাগে ৩৩-৬৬ গ্রাম। তাই প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের প্রতিদিন দুই-তিনবার আমিষযুক্ত খাবার খাওয়া উচিত। আর গর্ভবতী মা যদি প্রয়োজনীয় পরিমাণ আমিষ না পান, তাহলে পেটের শিশুর বিকাশ ধীরগতিতে হয়। খাদ্যে আমিষের ঘাটতিজনিত কারণে শিশুদের গা ফোলা রোগ হয়। আমিষের অভাবে শিশুদের মস্তিষ্ক ঠিকমতো বিকাশ লাভ করে না।
আমাদের দেশের অধিকাংশ মানুষ দারিদ্র্যের কারণে আমিষের চাহিদা পূরণ করতে পারে না। যেখানে তিন বেলা পেট পুরে খাওয়ার সামর্থ্য নেই, সেখানে আমিষের কথা ভাবা আকাশ-কুসুম কল্পনা তাদের কাছে। কিছুদিন আগেও ইলিশ, রুই, কাতলা মাছের বিকল্প হিসেবে সিলভার কার্প, তেলাপিয়া ও পাঙাশের মতো কম দামি মাছ দিয়ে তারা আমিষের চাহিদা পূরণ করত। কিন্তু সেই সব মাছও এখন নাগালের বাইরে চলে গেছে। আর মাছের বিকল্প হিসেবে গরিব মানুষেরা যে ডিম খেত, সেটাও তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তাহলে তারা কীভাবে আমিষের চাহিদা পূরণ করবে?
মাছ ব্যবসায়ীদের বক্তব্য, প্রজনন মৌসুমে ১২ অক্টোবর থেকে মা ইলিশ মাছ ধরা বন্ধ আছে। ইলিশ ধরায় নিষেধাজ্ঞার কারণে সমুদ্রে জেলেরা জাল ফেলতে পারছেন না। ফলে বাজারে ইলিশ না থাকার অজুহাতে দেশি মাছের দাম বেড়েছে। কথাগুলো কতটুকু যৌক্তিক? আসলে বাজারে সব ধরনের জিনিসপত্রের দাম বাড়ানোর মতো মাছের দামও বাড়ানো হয়েছে। এখানেও সিন্ডিকেট ক্রিয়াশীল বলে ধারণা করা যায়।
বাজার তদারকির মাধ্যমে মাছের মূল্যবৃদ্ধি রোধ করার ব্যবস্থা সরকারকেই করতে হবে। সাধারণ মানুষ সরকারের এই ইতিবাচক নিয়ন্ত্রণ দেখতে পাবে কি?
মানুষের সুস্থ থাকার জন্য আমিষ খুব গুরুত্বপূর্ণ উপাদান। শরীর গঠন ও বৃদ্ধির জন্য এর কোনো বিকল্প নেই। মাছ, মাংস—বিশেষ করে ডিমের মধ্যে আমিষের পরিমাণ বেশি থাকে। বাংলাদেশে এখনো প্রতি আটজনের একজন আমিষজাতীয় খাবার খেতে পায় না।
আর আমিষের প্রধান উপাদান হলো মাছ। রাজধানীর বাজারগুলোতে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের চাষের মাছ। বাড়তি দামের কারণে স্বল্প আয়ের মানুষকে বাজার থেকে মাছ না কিনেই ঘরে ফিরতে হচ্ছে। শনিবার আজকের পত্রিকায় ‘সব মাছের দাম চড়া’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।
২০২২ সালের জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিবেদন অনুযায়ী, স্বাদুপানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। শুধু এ খাতে নয়, ১৩টি খাতে বিশ্বে বাংলাদেশ গৌরবোজ্জ্বল অবস্থান তৈরি করেছে। এসব খাতে বাংলাদেশ বিশ্বে শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে। এমন অবস্থান তৈরি করতে সরকারের নীতি-পরিকল্পনা যেমন ভূমিকা রেখেছে, তেমনি উদ্যমী সাধারণ মানুষের অবদানও কম নয়। এভাবে সবার অবদানে বাংলাদেশের অর্থনীতিতে যে উত্থান ঘটেছে, তা আজ বিশ্ববাসী দেখতে পাচ্ছে।
স্বাস্থ্যবিদদের মতে, আমিষ আমাদের খাদ্যের ছয়টি উপাদানের মধ্যে অন্যতম একটি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমিষজাতীয় খাদ্যের চাহিদাও বৃদ্ধি পেতে থাকে। বাংলাদেশের একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক আমিষ লাগে ৩৩-৬৬ গ্রাম। তাই প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের প্রতিদিন দুই-তিনবার আমিষযুক্ত খাবার খাওয়া উচিত। আর গর্ভবতী মা যদি প্রয়োজনীয় পরিমাণ আমিষ না পান, তাহলে পেটের শিশুর বিকাশ ধীরগতিতে হয়। খাদ্যে আমিষের ঘাটতিজনিত কারণে শিশুদের গা ফোলা রোগ হয়। আমিষের অভাবে শিশুদের মস্তিষ্ক ঠিকমতো বিকাশ লাভ করে না।
আমাদের দেশের অধিকাংশ মানুষ দারিদ্র্যের কারণে আমিষের চাহিদা পূরণ করতে পারে না। যেখানে তিন বেলা পেট পুরে খাওয়ার সামর্থ্য নেই, সেখানে আমিষের কথা ভাবা আকাশ-কুসুম কল্পনা তাদের কাছে। কিছুদিন আগেও ইলিশ, রুই, কাতলা মাছের বিকল্প হিসেবে সিলভার কার্প, তেলাপিয়া ও পাঙাশের মতো কম দামি মাছ দিয়ে তারা আমিষের চাহিদা পূরণ করত। কিন্তু সেই সব মাছও এখন নাগালের বাইরে চলে গেছে। আর মাছের বিকল্প হিসেবে গরিব মানুষেরা যে ডিম খেত, সেটাও তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তাহলে তারা কীভাবে আমিষের চাহিদা পূরণ করবে?
মাছ ব্যবসায়ীদের বক্তব্য, প্রজনন মৌসুমে ১২ অক্টোবর থেকে মা ইলিশ মাছ ধরা বন্ধ আছে। ইলিশ ধরায় নিষেধাজ্ঞার কারণে সমুদ্রে জেলেরা জাল ফেলতে পারছেন না। ফলে বাজারে ইলিশ না থাকার অজুহাতে দেশি মাছের দাম বেড়েছে। কথাগুলো কতটুকু যৌক্তিক? আসলে বাজারে সব ধরনের জিনিসপত্রের দাম বাড়ানোর মতো মাছের দামও বাড়ানো হয়েছে। এখানেও সিন্ডিকেট ক্রিয়াশীল বলে ধারণা করা যায়।
বাজার তদারকির মাধ্যমে মাছের মূল্যবৃদ্ধি রোধ করার ব্যবস্থা সরকারকেই করতে হবে। সাধারণ মানুষ সরকারের এই ইতিবাচক নিয়ন্ত্রণ দেখতে পাবে কি?
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫