Ajker Patrika

জেলা পুলিশে যোগ দিলেন ১১২ কনস্টেবল

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৭: ১৬
জেলা পুলিশে যোগ দিলেন ১১২ কনস্টেবল

দরিদ্র পরিবারের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন। ১৩৩ টাকা খরচ করে পুলিশের কনস্টেবল পদে চাকরির আবেদন করেন। এর বাইরে তাঁকে আর কোনো খরচ করতে হয়নি। কুমিল্লা জেলায় পুলিশে নিয়োগ পাওয়া কনস্টেবলদের সঙ্গে মতবিনিময় সভায় এমন অনুভূতি ব্যক্ত করেন তিনি।

গতকাল সোমবার নগরীর পুলিশ লাইনস শহীদ আর আই এ বি এম আবদুল হালিম মিলনায়তনে সদ্য যোগ দেওয়া ১১২ জন কনস্টেবলের অংশগ্রহণে এই সভা হয়। সভার স্লোগান ছিল ‘চাকরি নয় সেবা, স্বপ্ন হলো সত্যি’।

সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ আফজাল হোসেন, রেজা সারওয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে অনুষ্ঠানে আসা নিয়োগপ্রাপ্তদের অভিভাবকদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন চান্দিনা উপজেলার বাগুর এলাকার দিনমজুর আশরাফুল হোসেন। তাঁর ছেলে রাকির পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি একজন শ্রমিক। আমার ছেলে চাকরি পেয়েছে। এমন খুশির চেয়ে আর বড় কোনো খুশি আমার জীবনে নেই।’

পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে সৎ হয়ে কাজ করেন তাহলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। পুলিশ কনস্টেবলে যোগ্য প্রার্থীরাই নিয়োগ পেয়েছেন।’

গত ২ নভেম্বর কুমিল্লা পুলিশ লাইনস মাঠে কনস্টেবল পদে চাকরির জন্য পরীক্ষা শুরু হয়। এতে আবেদন করে ৪ হাজার ৩৭৪ জন। শারীরিক যোগ্যতায় বাদ পড়ে লিখিত পরীক্ষায় অংশ নেন ৫৩৬ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ২০৯। পরবর্তীতে মৌখিক পরীক্ষায় কৃতকার্য হন ১১২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত