Ajker Patrika

কমিউনিটি পুলিশিং ডে উদ্‌যাপিত

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৭: ২৮
কমিউনিটি পুলিশিং ডে উদ্‌যাপিত

নরসিংদী ও কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় নানা আয়োজনের মাধ্যমে গতকাল শনিবার পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২১। এবারের কমিউনিটি পুলিশিং ডের স্লোগান ছিল ‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

নরসিংদীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নরসিংদী পুলিশ লাইনসের ড্রীল শেডে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ড. মশিউর রহমান মৃধা, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, শিবপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল।

কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদ্‌যাপন করা হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা পুলিশ লাইনসে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।

এ সময় জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি শাহ আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে পুলিশ লাইনস ড্রিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত