Ajker Patrika

ফলাফল বাতিল চেয়ে বিক্ষোভ

আরিফ আহম্মেদ, গৌরীপুর
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৬
ফলাফল বাতিল চেয়ে বিক্ষোভ

গৌরীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘ভোট জালিয়াতি করে চেয়ারম্যান প্রার্থীর ফলাফল পাল্টে দেওয়ার’ অভিযোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন একটি ইউনিয়ের ভোটাররা। এ সময় ইউএনও হাসান মারুফের কাছে স্মারকলিপি দেন তাঁরা। সহস্রাধিক ভোটার বিক্ষোভে অংশ নেন।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর ২টার পর থেকে সহনাটি ইউনিয়নের ভোটাররা গৌরীপুর পৌর শহরের পাট বাজার মোড় থেকে গৌরীপুর-কলতাপাড়া সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

সহনাটি ইউপির জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামসুজ্জামান জামাল দাবি করেন, গত রোববার ইউপি নির্বাচনে জনগণের ভোটে তিনি বিজয়ী হয়েছেন। কিন্তু আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাউদ্দিন কাদের রোবেলকে ‘জালিয়াতির মাধ্যমে’ বিজয়ী ঘোষণা করা হয়েছে।

শামসুজ্জামান জামাল বলেন, ‘সব ইউনিয়নে ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণা করলেও সহনাটির ভালুকাপুর ও গিধাউষা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফল ঘোষণা করা হয়নি। পরে ফলাফল উপজেলা পরিষদের কন্ট্রোল রুমে গভীর রাতে প্রকাশ করা হয়।’

এই প্রার্থী দাবি করেন, ‘ভালুকাপুর কেন্দ্রে তাঁর ভোট কম দেখানো হয়েছে। আর গিধাউষা কেন্দ্রে তাঁর ভোট বাতিল করে নৌকার প্রার্থীর ভোট বাড়ানো হয়েছে।’ তিনি ১৫৯ ভোটে বিজয়ী হয়েছেন বলে দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সহনাটি ইউনিয়ন থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ ঘেরাও করতে আসছে, এমন খবর ছড়িয়ে পড়লে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়কে মানুষের চলাচল সীমিত করে দেন তাঁরা। বিকেল সাড়ে ৩টার দিকে ইউএনও হাসান মারুফ অবরোধস্থলে উপস্থিত হন।

এ সময় সহনাটি ইউপির চেয়ারম্যান পদের ফলাফল বাতিল করে তাঁকে নির্বাচিত ঘোষণা করার দাবিতে শামসুজ্জামান জামালের পক্ষে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।

পরে পরিস্থিতি শান্ত করতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘বিষয়টি আমরা সবাই অবগত হয়েছি। নির্বাচন কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আপনারা বাড়ি ফিরে যান।’

এ ছাড়া প্রার্থী শামসুজ্জামান জামাল, জেলা পরিষদের সদস্য এইচ এম খায়রুল বাসার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা বক্তব্য রাখেন। সন্ধ্যায় ফিরে যান আন্দোলনকারীরা।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, সহনাটি ইউপির চেয়ারম্যান প্রার্থী শামসুজ্জামান জামালের স্মারকলিপি তিনি পেয়েছেন। যথাযথ কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হবে।

উল্লেখ্য, সহনাটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন কাদের রোবেল ৬ হাজার ২৭৮ ভোট পাওয়ায় তাঁকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। আর শামসুজ্জামান জামালের ভোট দেখানো হয়েছে ৬ হাজার ২৫২টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত