Ajker Patrika

এবার পূজায় ইশা সাহার বাজিমাত

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৯: ২০
এবার পূজায় ইশা সাহার বাজিমাত

ইশা সাহাকে কলকাতার প্রথম সারির অভিনেত্রী এখনো বলা যায় না। তবে সামনের দিনগুলোতে ইশার সময় ভালো যাবে। হাতে থাকা সিনেমাগুলো সেটাই বলছে। তাঁর হাতে এখন একঝাঁক সিনেমা। এ মাসে মুক্তি পাচ্ছে ‘কলকাতা চলন্তিকা’। পূজা উপলক্ষে সেপ্টেম্বরে মুক্তি পাবে ‘কর্ণসুবর্ণর গুপ্তধন’ ও ‘কাছের মানুষ’। পূজায় কলকাতায় বড় তারকার কিংবা আলোচিত সিনেমা মুক্তি পায়। অনেকে বলছেন, এই সিনেমাগুলো ইশাকে কলকাতার প্রথম সারির নায়িকার কাতারে নিয়ে আসতে পারে। ইশা বলেন, ‘এক্সাইটমেন্ট ২৫ শতাংশ, বাকি ৭৫ শতাংশ প্রেশার। কারণ, দুটো সিনেমারই সমানভাবে প্রমোশন করতে হবে। একই দিনে রিলিজ। কোনদিকে যাব! তবে ভালোও লাগছে। দুটি সিনেমাই আমার কাছে স্পেশাল। দুটি সিনেমাতেই অনেক কিছু হলো, যা আমার জন্য প্রথম। ‘গুপ্তধন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রথমবার অভিনয়। অন্যদিকে ‘কাছের মানুষ’ সিনেমায় বুম্বাদার সঙ্গে প্রথম অভিনয়। দেবের সঙ্গে এর আগেও অভিনয় করেছি। তবে এবার আমাদের একসঙ্গে স্ক্রিন টাইম বেশ লম্বা।’

মুক্তির অপেক্ষায় থাকা ‘কলকাতা চলন্তিকা’ সিনেমায় ফুটপাতবাসীর চরিত্রে অভিনয় করছেন ইশা। সম্পূর্ণ ডিগ্ল্যামারাইজড লুক। এমন লুকে এর আগে পর্দায় পাওয়া যায়নি ইশাকে। ২০১৬ সালের ঘটনা। বসন্তের এক তপ্ত দুপুরে ভেঙে পড়েছিল উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের সংযোগকারী পোস্তা ফ্লাইওভার। বহু মানুষ আহত হয়, নিহত হয়। বহু মানুষের জীবন বদলে দেওয়া সেই দুর্ঘটনার গল্পকেই পর্দায় আনছেন পরিচালক পাভেল।

‘বাবার নাম গান্ধীজি’, ‘রসগোল্লা’ থেকে ‘অসুর’—একাধিক সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছেন ইশা। তিনি বলেন, ‘আমাদের এখানে এক্সপেরিমেন্ট কম হয়। পরিচালক যখন বলল একদম সাধারণ হবে দেখতে। গালে থাকবে বড় আঁচিল। এলোমেলো চুল, মাঝে মাঝে মাথা চুলকায়। আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এমন চরিত্র জীবনে বারবার আসে না। চেহারায় কালো শেড আনার জন্য শুটিংয়ের আগে প্রতিদিন মেকআপে দুই ঘণ্টা সময় দিতে হতো। নকল তিল বানানোর জন্যও কম ধকল ছিল না।’

ইশার ‘সহবাসে’ ও ‘ভটভটি’ অনেক দিন আটকে ছিল। সম্প্রতি মুক্তি পেয়ে প্রশংসা কুড়িয়েছে। ইশা বলেন, ‘এখন বাংলা সিনেমার প্রযোজকেরা সাহস করে সিনেমা মুক্তি দিচ্ছেন। তবে হিন্দি ও দক্ষিণী সিনেমার সঙ্গে লড়াইটা আরও বেড়েছে। হল পাওয়া কিংবা ঠিকঠাক সময়ে শো পাওয়া বেশ কষ্টকর হয়ে উঠছে দিনকে দিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত