Ajker Patrika

তাড়াশ ও আদমদীঘিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

তাড়াশ ও আদমদীঘি প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ১৭
তাড়াশ ও আদমদীঘিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সিরাজগঞ্জের তাড়াশ ও বগুড়ার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের সঙ্গে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

তাড়াশ (সিরাজগঞ্জ) : উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল করিমের সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠান হয়।

এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, নারী ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

আদমদীঘি: যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গতকাল বগুড়ার আদমদীঘিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পালিত হয়। আদমদীঘি আইপিজে উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন সংগঠনের সমাবেশ ও কুচকাওয়াজের শুভ উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের কুচকাওয়াজ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায়ের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত