Ajker Patrika

নাসিরনগরে সেতু ভেঙে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৫: ২৭
নাসিরনগরে সেতু ভেঙে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ফান্দাউক-ছাতিয়াইন আঞ্চলিক সড়কে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের একটি খালের ওপরের সেতু ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। মারাত্মক ঝুঁকি জেনেও এ সেতুর দিয়েই মানুষ ও যানবাহন চলাচল করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুই সপ্তাহ ধরে সেতুটির এক পাশে ভেঙে গর্ত হয়ে গেছে। রাতের অন্ধকারে এই সেতুতে চলাচল করা বেশি ঝুঁকিপূর্ণ। দ্রুত সেতুটি সংস্কার না করলে যেকোনো সময় বড় দুর্ঘটনার ঘটতে পারে। অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা অফিস বলছে, সেতুটি সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নেই। তবে সরেজমিন সেতুটি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিন দেখা গেছে, সেতুটি উপজেলা এবং পাশের দুটি উপজেলা মাধবপুর ও লাখাইয়ের সড়কপথে সংযোগ স্থাপন করেছে।

সেতুটির ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে ইট ও মাটিবোঝাই ট্রাক, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ, রিকশা, ভ্যানসহ মানুষ চলাচল করছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সেতু দিয়ে আতুকুড়া গ্রামের লোকজন আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফান্দাউক পণ্ডিতরাম উচ্চবিদ্যালয়, আতুকুড়া কমিউনিটি ক্লিনিক ও ফান্দাউক সোনালী ব্যাংকে যাতায়াত করেন। তা ছাড়া মাটি ও বালুবোঝাই অতিরিক্ত ওজনের ট্রাক্টর ও যান চলাচল করে এই সেতুতে। সেতুটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। তাই সেতুটি দ্রুত মেরামত করা দরকার।

স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া বলেন, ‘দুই সপ্তাহ ধরে সেতুটির একপাশে গর্ত। বড় বড় ট্রাক এই সেতু দিয়া প্রতিদিন যাতায়াত করে। যেকোনো সময় এই সেতু ভাইঙ্গা পইরা যাইতে পারে। ইঞ্জিনিয়ার অফিসে ফোন কইরা জানাইছি, কিন্তু তাঁরা এখনো সেতুটি আইসা দেখেননি।’

আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হুদা জানান, সেতুটি ব্যবহার করে নাসিরনগর উপজেলা থেকে হবিগঞ্জ, সিলেট, শ্রীমঙ্গল ও সুনামগঞ্জ যাতায়াত করে এখানকার মানুষ। মাঝেমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হলে এ সড়ক ব্যবহার করে মানুষ প্রয়োজনীয় গন্তব্যে যায়। তাই সেতুটি দ্রুত মেরামত করা প্রয়োজন।

মশিউর আলম নামের আরেক বাসিন্দা বলেন, এই সেতু দিয়ে এলাকার ছোট ছেলেমেয়েসহ সবাই যাতায়াত করেন। সেতুটি দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

ফান্দাউক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক বলেন, ‘সেতুতে গর্ত হওয়ার বিষয়টি আমাদের এলাকার সবাই জানেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মো. ইছাক মিয়া বলেন, ‘আতুকুড়া গ্রামের কাছে একটি সেতুতে গর্তের সৃষ্টি হয়েছে বলে জানতে পেরেছি। সেতুটি সংস্কার করার জন্য প্রয়োজনীয় বরাদ্দ নেই। তারপরও আমরা সরেজমিন সেতুটি দেখে আসব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত