Ajker Patrika

দাম বেড়েছে পেঁয়াজ-আলুর কমেছে মাছ-মুরগির

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭: ২০
দাম বেড়েছে পেঁয়াজ-আলুর কমেছে মাছ-মুরগির

ময়মনসিংহে আগের সপ্তাহের তুলনায় বেড়েছে পেঁয়াজ-আলু-খাসির মাংসের দাম। তবে কমেছে মাছ-মুরগির। এদিকে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ৭০ টাকা থেকে কমে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া নতুন দেশি আলু বিক্রি হচ্ছে চড়া দামে। নগরীর ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ বাজার ঘুরে এ তথ্য মিলেছে।

বাজারের ক্রেতা উজ্জ্বল খান বলেন, ‘সবজির দাম কমলেও মাংসের বাজারে যাওয়া যায় না। আমাদের মতো সাধারণ মানুষের জন্য সবকিছু নাগালের বাইরে রয়েছে।’

শম্ভুগঞ্জ মধ্য বাজারে কথা হয় আজাহার বাণিজ্যালয়ের বিক্রেতা আজাহারের সঙ্গে। তিনি জানান, চলতি সপ্তাহে আলু ও পেঁয়াজের দাম বেড়েছে। দেশি পেঁয়াজ ১০ টাকা বেড়ে ৬০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৪৫, দেশি আলু ৫ টাকা বেড়ে ৩০, হল্যান্ড আলু ৫ টাকা বেড়ে ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি রসুন ৩৫, ইন্ডিয়ান রসুন ১২০ ও আদা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

একই বাজারের মুরগি বিক্রেতা সাখাওয়াত হোসেন রনি বলেন, সব ধরনের মুরগির দাম কমেছে। তবে অপরিবর্তিত আছে দেশি মুরগির দাম। ব্রয়লার ৫ টাকা কমে ১৪০, সোনালি ১০ টাকা কমে ২৬০, সাদা কক ১০ টাকা কমে ২৪০ ও দেশি মুরগি ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মাংস মহালের মাংস বিক্রেতা সুলতান মিয়া বলেন, শীত আসায় বিয়ের অনুষ্ঠান বাড়ছে। সে তুলনায় খাসির আমদানি কম। এ জন্য খাসির মাংসের দাম বেড়েছে। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত আছে। আগের সপ্তাহে খাসির মাংস ৮০০ টাকা থাকলেও চলতি সপ্তাহে ৮৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাজারের রাজলক্ষ্মী স্টোরের বিক্রেতা বুলানাথ দাস বলেন, ডাল ও তেলের দাম স্থিতিশীল আছে। প্যাকেট আটা ৪০, খোলা আটা ৩৫ ও চিনির কেজি ৮০ টাকা কেজি।

সবজি বিক্রেতা রনি বলেন, সব ধরনের সবজির দাম কমলেও দেশি নতুন আলু ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে কাঁচা মরিচ ৭০ টাকা থেকে কমে এখন ৩০ টাকা কেজি।

অপরদিকে শম্ভুগঞ্জ মাছ মহালের বিক্রেতা সালাম বলেন, আগের সপ্তাহের তুলনায় মাছের দাম কিছুটা কমেছে। পাঙাশ ১১০, ছোট রাজপুটি ১৮০, তেলাপিয়া ১৩০, ছোট গইন্না ১৮০, ছোট সিলভার ১২০, ছোট কারপিও ২০০, পাবদা, শোল, টাকি, শিং ৪০০, ছোট দেশি পুঁটি ১৫০, ইছা ৫৫০, ছোট মলা ২৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

ক্রেতা হাসিনা আজাদ বলেন, ‘যতই দিন যাচ্ছে পণ্যের দাম বাড়ছে। ভোজ্য তেলের দাম অব্যাহত বৃদ্ধির কারণে আমরা খুবই সমস্যায় আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত