নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আবারও বাংলাদেশ ক্রিকেটের আকাশে কালো মেঘ; যেটির নেপথ্যে সাকিব আল হাসান। তাঁকে ঘিরে নানা ঘটনা আর আলোচনা-সমালোচনার পর খানিক স্বস্তির হাওয়া দেশের ক্রিকেটে। বেটউইনার নিউজের বিতর্কিত চুক্তি থেকে সরে এসেছেন তারকা অলরাউন্ডার।
সাকিবের শুভবুদ্ধি উদয়ের সঙ্গে সঙ্গে তাঁকে নিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভবিষ্যতের যে ছবি এঁকেছিল, সেটি আবারও ‘প্রাণ’ ফিরে পেয়েছে। সেটির প্রথম ধাপে থাকছে টি-টোয়েন্টি দলের নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণা।
অধিনায়ক ও এশিয়া কাপের দল ঘোষণা দুটোই হতে পারে আজ। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। আর নির্বাচক প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দল তৈরি। এরই মধ্যে দল ক্রিকেট পরিচালনা বিভাগের হাতে দিয়েও দেওয়া হয়েছে। সেখান থেকে নির্দেশনা পেলে নির্বাচকেরা আজ আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবেন। ৮ আগস্ট ছিল এশিয়া কাপের দল ঘোষণার শেষ দিন। তবে ক্রিকেটারদের একের পর এক চোটে বাড়তি তিন দিন সময় বাড়িয়ে নেয় বিসিবি। গত ১১ আগস্ট সে সময়ও পেরিয়ে গেছে।
তবু বিসিবি দল দিতে পারেননি সাকিব ইস্যুতে আটকে যাওয়ায়। আজ দল ঘোষণার আগে সাকিবের সঙ্গে বৈঠকে বসার কথা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। যুক্তরাষ্ট্র থেকে গতরাতে দেশে ফেরার কথা ছিল সাকিবের। যেহেতু অধিনায়কের দায়িত্ব তাঁর কাঁধে উঠছে, আনুষ্ঠানিক ঘোষণার আগে দল নিয়ে তাঁর সঙ্গে একবার আলোচনা করে নিতে চায় বোর্ড।
দল নিয়ে অধিনায়কের পরিকল্পনাও শুনতে চাইবেন বিসিবি সভাপতি। ক্রিকেটারদের চোটাঘাতে সেরা দল গঠন কঠিন হয়ে পড়েছে। চোট ছাড়াও কিছু খেলোয়াড়দের ছন্দে না থাকাও ভাবাচ্ছে বিসিবিকে। যদিও খুব বেশি বিকল্প নেই তাদের হাতে। ব্যর্থতার দায়ে জাতীয় দলের বাইরে চলে যাওয়া সৌম্য সরকার-সাব্বির রহমানদের মতো ক্রিকেটারদের দিকেই তাই তাকাতে হচ্ছে বিসিবিকে।
যাঁকে ঘিরে এত বিতর্ক, তাঁকে দিয়েই সমাধানের পথ খোঁজার এই চেষ্টায় মাঠে সেরা সাকিবকে পাওয়া যাবে তো? বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিম আজকের পত্রিকাকে বললেন, ‘সাকিব যখন মাঠে নামে, তখন ওর শতভাগ মনোযোগ খেলাতে থাকে। অধিনায়ক হওয়ার পরও তার মনোযোগ থাকবে। মাঠের বাইরে কী হয়, সেটা ও (সাকিব) মাঠে যখন যায়, তখন প্রভাব ফেলে না।’ সাকিবের নেতৃত্বে বাংলাদেশ সাহসী ক্রিকেট খেলবে বলেও মনে করেন ফাহিম।
জিম্বাবুয়ে থেকে গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ দলও। হতাশার সফর শেষে দেশে ফেরেন এনামুল হক বিজয়-আফিফ হোসেনরা। টি-টোয়েন্টিতে ভালো করতে না পারা অনেকটা স্বাভাবিকভাবে নিয়েছে বাংলাদেশ। তবে এই দলটার বিশ্বমঞ্চে ভালো করার সামর্থ্য আছে বলে মনে করেন বিজয়। গতকাল বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা (টি-টোয়েন্টিতে ভালো করতে না পারা) নিয়ে আমরা সবাই অবগত আছি। সবাই জানে যে আমরা টি-টোয়েন্টিতে ভালো করছি না। দলগতভাবে জানি আমাদের এখানে ভালো করার সুযোগ আছে। আমাদের বোলিং-ব্যাটিং দুই বিভাগের সবার সামর্থ্য আছে বিশ্বমঞ্চে আমাদের ভালো পারফর্ম করার।’
খেলোয়াড়েরা ফিরলেও তাঁদের সঙ্গে আসেননি কোচিং স্টাফের বেশির ভাগ সদস্য। তাঁরা এলে ২০ আগস্ট বৈঠকে বসবে বিসিবি। এশিয়া কাপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁদের কাছে জানতে চাইবে বোর্ড। কোচদের মতো এবার চ্যালেঞ্জটা সাকিবেরও।
আবারও বাংলাদেশ ক্রিকেটের আকাশে কালো মেঘ; যেটির নেপথ্যে সাকিব আল হাসান। তাঁকে ঘিরে নানা ঘটনা আর আলোচনা-সমালোচনার পর খানিক স্বস্তির হাওয়া দেশের ক্রিকেটে। বেটউইনার নিউজের বিতর্কিত চুক্তি থেকে সরে এসেছেন তারকা অলরাউন্ডার।
সাকিবের শুভবুদ্ধি উদয়ের সঙ্গে সঙ্গে তাঁকে নিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভবিষ্যতের যে ছবি এঁকেছিল, সেটি আবারও ‘প্রাণ’ ফিরে পেয়েছে। সেটির প্রথম ধাপে থাকছে টি-টোয়েন্টি দলের নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণা।
অধিনায়ক ও এশিয়া কাপের দল ঘোষণা দুটোই হতে পারে আজ। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। আর নির্বাচক প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দল তৈরি। এরই মধ্যে দল ক্রিকেট পরিচালনা বিভাগের হাতে দিয়েও দেওয়া হয়েছে। সেখান থেকে নির্দেশনা পেলে নির্বাচকেরা আজ আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবেন। ৮ আগস্ট ছিল এশিয়া কাপের দল ঘোষণার শেষ দিন। তবে ক্রিকেটারদের একের পর এক চোটে বাড়তি তিন দিন সময় বাড়িয়ে নেয় বিসিবি। গত ১১ আগস্ট সে সময়ও পেরিয়ে গেছে।
তবু বিসিবি দল দিতে পারেননি সাকিব ইস্যুতে আটকে যাওয়ায়। আজ দল ঘোষণার আগে সাকিবের সঙ্গে বৈঠকে বসার কথা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। যুক্তরাষ্ট্র থেকে গতরাতে দেশে ফেরার কথা ছিল সাকিবের। যেহেতু অধিনায়কের দায়িত্ব তাঁর কাঁধে উঠছে, আনুষ্ঠানিক ঘোষণার আগে দল নিয়ে তাঁর সঙ্গে একবার আলোচনা করে নিতে চায় বোর্ড।
দল নিয়ে অধিনায়কের পরিকল্পনাও শুনতে চাইবেন বিসিবি সভাপতি। ক্রিকেটারদের চোটাঘাতে সেরা দল গঠন কঠিন হয়ে পড়েছে। চোট ছাড়াও কিছু খেলোয়াড়দের ছন্দে না থাকাও ভাবাচ্ছে বিসিবিকে। যদিও খুব বেশি বিকল্প নেই তাদের হাতে। ব্যর্থতার দায়ে জাতীয় দলের বাইরে চলে যাওয়া সৌম্য সরকার-সাব্বির রহমানদের মতো ক্রিকেটারদের দিকেই তাই তাকাতে হচ্ছে বিসিবিকে।
যাঁকে ঘিরে এত বিতর্ক, তাঁকে দিয়েই সমাধানের পথ খোঁজার এই চেষ্টায় মাঠে সেরা সাকিবকে পাওয়া যাবে তো? বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিম আজকের পত্রিকাকে বললেন, ‘সাকিব যখন মাঠে নামে, তখন ওর শতভাগ মনোযোগ খেলাতে থাকে। অধিনায়ক হওয়ার পরও তার মনোযোগ থাকবে। মাঠের বাইরে কী হয়, সেটা ও (সাকিব) মাঠে যখন যায়, তখন প্রভাব ফেলে না।’ সাকিবের নেতৃত্বে বাংলাদেশ সাহসী ক্রিকেট খেলবে বলেও মনে করেন ফাহিম।
জিম্বাবুয়ে থেকে গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ দলও। হতাশার সফর শেষে দেশে ফেরেন এনামুল হক বিজয়-আফিফ হোসেনরা। টি-টোয়েন্টিতে ভালো করতে না পারা অনেকটা স্বাভাবিকভাবে নিয়েছে বাংলাদেশ। তবে এই দলটার বিশ্বমঞ্চে ভালো করার সামর্থ্য আছে বলে মনে করেন বিজয়। গতকাল বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা (টি-টোয়েন্টিতে ভালো করতে না পারা) নিয়ে আমরা সবাই অবগত আছি। সবাই জানে যে আমরা টি-টোয়েন্টিতে ভালো করছি না। দলগতভাবে জানি আমাদের এখানে ভালো করার সুযোগ আছে। আমাদের বোলিং-ব্যাটিং দুই বিভাগের সবার সামর্থ্য আছে বিশ্বমঞ্চে আমাদের ভালো পারফর্ম করার।’
খেলোয়াড়েরা ফিরলেও তাঁদের সঙ্গে আসেননি কোচিং স্টাফের বেশির ভাগ সদস্য। তাঁরা এলে ২০ আগস্ট বৈঠকে বসবে বিসিবি। এশিয়া কাপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁদের কাছে জানতে চাইবে বোর্ড। কোচদের মতো এবার চ্যালেঞ্জটা সাকিবেরও।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫