Ajker Patrika

ব্যক্তিগত জায়গায় পন্টুন স্থাপনে আপত্তি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৪: ০০
ব্যক্তিগত জায়গায় পন্টুন স্থাপনে আপত্তি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী নৌকার ঘাটের জন্য প্রায় পাঁচ মাস আগে একটি সরকারি পন্টুন আনা হলেও রাস্তা নিয়ে দেখা দেয় জটিলতা। ফলে এটি অব্যবহৃত অবস্থায়ই থেকে যায়।

গতকাল বুধবার দুপুরে ভৈরব বন্দরের সহকারি সম্বনয় কর্মকর্তা গাজী আব্দুল মোতালিব পন্টুন স্থাপনের জন্য কাউতলী নৌকা ঘাট এলাকায় আসেন।

তবে সরকারি জায়গার অবৈধ স্থাপনা না সরিয়ে ব্যক্তিগত জায়গায় ব্যবহার করে পন্টুন স্থাপনের আপত্তি জানানো হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বাজার কমিটি ও জায়গার মালিকের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত হবে বলে জানান।

জায়গার মালিক মাহমুদুল হক ভূইয়া জানান, তাঁর আবেদনের পরিপেক্ষিতে মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইস্যু হয়। যাত্রী সাধারণের নিরাপদ ও নিবিগ্ন চলাচলের সুবিধার্থে সরকারি জায়গার অবৈধ স্থাপনা অপসারণের জন্য সওজ, সড়ক বিভাগ ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক উচ্ছেদের জন্য বিআইডব্লিটিএ আশুগঞ্জ ভৈরব বাজার নদী বন্দর কার্যলয়ে লিখিত ভাবে অবহিত করা হয়।

এরপর স্বেচ্ছায় অর্ধেক মানুষ তাদের দোকানপাট সরিয়ে নিলেও কিছু লোক বিআইডব্লিটিএ আশুগঞ্জ-ভৈরব বাজার নদী বন্দর কার্যলয়ে কর্মকর্তাদের যোগসাজসে মৌখিক আদেশটি স্থগিত করে অবৈধ দখলদারদের উচ্ছেদ না করে ব্যক্তিগত জায়গা দিয়ে তারা রাস্তা করতে চায়।

এই ব্যাপারে বিআইডব্লিটিএ আশুগঞ্জ-ভৈরব বাজার নদী বন্দর কার্যলয়ে সহকারী সম্বনয় কর্মকর্তা আব্দুল মোতালিব আজকের পত্রিকাকে জানান, তিনি এখানে নতুন এসেছেন। বিষয়টি সম্পর্কে বেশী অবগত না। বাজার কমিটি এবং জায়গার মালিক সিদ্ধান্ত দিলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত