Ajker Patrika

ব্যস্ততা বাড়লেও ক্রেতা কম

মো. রবিউল ইসলাম, অভয়নগর
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৫: ৫৩
ব্যস্ততা বাড়লেও ক্রেতা কম

শীতের আগমনে যশোরের অভয়নগরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগরেরা। এ বছর লেপ-তোশক তৈরির উপকরণের দাম বেশি থাকায় ক্রেতার সংখ্যা কম বলে জানিয়েছেন লেপ-তোশক ব্যবসায়ীরা। তবে শীতের তীব্রতা বাড়লে চাহিদা বাড়বে বলে আশা করছেন তাঁরা।

গতকাল শনিবার সকালে উপজেলার নওয়াপাড়া বাজারে বিভিন্ন বেডিং আর কটন হাউসের দোকানগুলোতে গিয়ে দেখা যায়, কারিগরদের লেপ তৈরির কর্মব্যস্ততা। কারিগররা কেউ তুলো ধনছে, কেউবা ব্যস্ত লেপ-তোশক সেলাইয়ের কাজে, কেউবা লেপে হরেক রকম ডিজাইন ফুটিয়ে তুলছেন।

ব্যবসায়ীরা জানান, তুলার মান ও পরিমাণের ওপর নির্ভর করছে লেপ তৈরি খরচ। একটি বড় লেপ বানাতে চার থেকে পাঁচ কেজি তুলা লাগে। এ ধরনের লেপ বানাতে খরচ পড়ে ১৫০০ থেকে ১৭০০ টাকা। ছোট লেপে খরচ পড়ছে ৮০০ থেকে ১০০০ টাকা। তবে লেপ বানাতে সাধারণত কার্পাস তুলা ব্যবহার করা হয়।

নওয়াপাড়া বাজারে রিয়াজ বেডিং হাউসের মালিক রিজাউল হক খোকন জানান, গত বছরের তুলনায় এবার তুলার দাম বেড়ে গেছে। সেই সঙ্গে গজ প্রতি ১০-২০ টাকা কাপড়ের দাম বেড়েছে। ফলে লেপ-তোশক তৈরিতে দাম কিছুটা বাড়তি রয়েছে। তিনি বলেন, আগে প্রতিদিন ৮-১০টি লেপ তৈরির অর্ডার পাওয়া যেত। কিন্তু বর্তমানে গত এক সপ্তাহে মাত্র তিনটি লেপ তৈরির অর্ডার পেয়েছি।

লেপ তৈরি করতে আসা পায়রার জেসমিন বেগম বলেন, ‘কার্পাস তুলা দিয়ে একটি লেপের অর্ডার দিয়েছি। এ ছাড়া একটি পুরোনো লেপ মেরামতের জন্য এনেছি। কাপড়, তুলা, মজুরিসহ ১ হাজার ৪০০ টাকা খরচ হচ্ছে।’

লেপ-তোশক তৈরির কারিগর জসিম গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ১০ বছর ধরে লেপ-তোশকের কারিগর হিসেবে কাজ করে আসছি। বাবার শেখানো এ পেশা ছেড়ে এখন অন্য পেশায় যেতে মন চায় না। তাই এ পেশায় আছি। শীতের মৌসুমে কাজের চাপ থাকলেও বছরের অন্য সময় বসে থাকতে হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত