Ajker Patrika

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ চেয়ারম্যান নির্বাচিত

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৪: ৩২
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ চেয়ারম্যান নির্বাচিত

চাঁদপুর সদর উপজেলার ১০ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে একাধিক প্রার্থী না থাকায় ১২ প্রার্থী নির্বাচিত হয়েছেন।

গত বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলা এলজিইডি অফিস, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা নির্বাচন কার্যালয়ে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলওয়ার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মুকবুল হোসেন, উপজেলা প্রকৌশলী এ এস এম রাশেদুর রহমান ও কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দীক।

জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউপির মধ্যে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় ৫ নম্বর রামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী ও ৭ নম্বর তরপুরচন্ডি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এ ছাড়া বিষ্ণপুর ইউনিয়নের (৪,৫, ৬) সংরক্ষিত মহিলা সদস্য পদে রহিমা, আশিকাটি ইউপিতে সংরক্ষিত মহিলা সদস্য পদে (৭,৮, ৯) আয়শা বেগম, মৈশাদী ইউপিতে সাধারণ সদস্য পদে ৭ নম্বর ওয়ার্ডের মো. রাশেদ আহমদ ঢালীসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত